মুক্তির ছয় সপ্তাহ পরেও বিলবোর্ডের তালিকায় এখনো শীর্ষস্থান ধরে রেখেছে ডিজনির আলোচিত অ্যানিমেশন ছবি ‘ফ্রোজেন’। ২০১৩ সালের ২০ নভেম্বর প্যারিসে ছবিটি প্রাথমিকভাবে মুক্তি দেয়া হয়।
মুক্তি পাওয়ার পর থেকে এই পর্যন্ত অস্কারজয়ী এই ছবিটির অ্যালবাম বিক্রি হয়েছে ১৪ লাখ কপি।
বিলবোর্ডে ‘ফ্রোজেন’ ছাড়া সেরা ১০-এ আরো যেসব ছবি জায়গা করে নিয়েছে- ‘স্প্রিং ব্রেক ৬’, ‘মাস্টারমেইড’, ‘লিফট ইউর স্পিরিট’, ‘জি আই আর এল’, ‘স্টেরিওলিথিক’, ‘রাইজ অব এন এম্পায়ার’, ‘পিওর হিরোয়িন’, ‘স্লো মি ডাউন’ ও ‘দ্যা আউটসাইডার’।
 
Top