বাথটবের জলে সবুজ রং আর তার মধ্যে
হাবুডুবু খাচ্ছেন সংগীত তারকা লেডি গাগা! গাগার নতুন মিউজিক ভিডিও-র জন্যই
এই অদ্ভুত পরিস্থিতিতে ছবি তুলেছেন তিনি। সম্প্রতি টুইটারে এই ছবি টুইট
করে সাড়া ফেলে দিয়েছেন তিনি।
বরাবরই লেডি গাগার নতুন ভিডিও বা স্টেজ শো মানেই নতুন কোনো বিতর্কের জন্ম নেয়া। নিজেকে নানান বিতর্কে জড়াতে ভালোবাসেন এই তারকা।
গাগার নতুন মিউজিক অ্যালবামের অনুপ্রেরণা ‘আর্টপপ’। অ্যালাবামের নামও রেখেছেন তাই। গাগা এই ভিডিওতে তুলে ধরতে চলেছেন একেবারে নতুন ধরণের আর্ট এফেক্টসকে। আর তারই ইঙ্গিত রয়েছে গাগার বাথটবের দৃশ্য।
লেডি গাগার স্টাইল, ফ্যাশন স্টেটমেন্ট চমকে দেয় বিশ্বকে। কখনও কাঁচা মাংস দিয়ে তৈরি পোশাক তো কখনো জালের পোশাক। কখনও আবার প্লাস্টিক দিয়েও তৈরি করে ফেলেন নিজের জামা-কাপড়। তাই গাগার এই স্টান্টে খুব হতবাক না হলেও, নজরে রয়েছেন লেডি গাগা। আর তাই আলোচনায় থাকতে নিজেই টুইট করেছেন তার সবুজ রঙের স্নান দৃশ্য।
বরাবরই লেডি গাগার নতুন ভিডিও বা স্টেজ শো মানেই নতুন কোনো বিতর্কের জন্ম নেয়া। নিজেকে নানান বিতর্কে জড়াতে ভালোবাসেন এই তারকা।
গাগার নতুন মিউজিক অ্যালবামের অনুপ্রেরণা ‘আর্টপপ’। অ্যালাবামের নামও রেখেছেন তাই। গাগা এই ভিডিওতে তুলে ধরতে চলেছেন একেবারে নতুন ধরণের আর্ট এফেক্টসকে। আর তারই ইঙ্গিত রয়েছে গাগার বাথটবের দৃশ্য।
লেডি গাগার স্টাইল, ফ্যাশন স্টেটমেন্ট চমকে দেয় বিশ্বকে। কখনও কাঁচা মাংস দিয়ে তৈরি পোশাক তো কখনো জালের পোশাক। কখনও আবার প্লাস্টিক দিয়েও তৈরি করে ফেলেন নিজের জামা-কাপড়। তাই গাগার এই স্টান্টে খুব হতবাক না হলেও, নজরে রয়েছেন লেডি গাগা। আর তাই আলোচনায় থাকতে নিজেই টুইট করেছেন তার সবুজ রঙের স্নান দৃশ্য।