লুপিতা নিয়নগো, lupita niyongo
যে নামটি তেমন কেউ চিনতো না সেই নামটি এখন সবার চোখের সামনে। মাত্র একটি ছবি দিয়ে খ্যাতির ঝলমলে আলোয় লুপিতা নিয়নগো। এক ছবি দিয়েই অস্কার জিতে নেওয়া এই অভিনেত্রীকে এবার দেখা যাবে স্টার ওয়ারস সিরিজেও।
সিরিজের সপ্তম ছবিতে অভিনয় করার গুঞ্জন শুরু হয়েছে এখন থেকেই। তবে এখনো খবরটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
যদিও ভীষণ জনপ্রিয় এই সিরিজ নিয়ে কৌতূহল ধরে রাখতে নতুন পর্বের কাহিনি ও অভিনেতা-অভিনেত্রীদের তালিকা নিয়ে লুকোচুরি করা হয়নি কখনো।
তবে নতুন এই পর্বে লুপিতার গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয়ের খবরটি এখন পর্যন্ত প্রায় নিশ্চিত। পর্বটির পরিচালনায় আছেন জেজে অ্যাব্রামস।
-আইএএনএস।
 
Top