কিছুদিন আগে পর্যন্ত হলিউডের পুরো
বক্স অফিস জুড়ে ছিল ‘থর-দ্য ডার্ক ওয়ার্ল্ড’ এর জয়জয়কার। দারুণ অভিনয়ের
জন্য বেশ প্রশংসা কুড়িয়েছেন মুভির নায়ক ‘ক্রিস হেমসওর্থ’। ব্লকবাস্টার হিট
ছিল মুভিটি।
এই সুখবরের সাথেসাথেই ক্রিস-এলসা জুটি শুনিয়েছেন আরেকটি সুখবর। চলতি বছরের নভেম্বরে জমজ সন্তানের বাবা হতে চলেছেন থর তারকা ক্রিস হেমসওর্থ। ৭১ অ্যান্যুয়াল গোল্ডেন গ্লোব অনুষ্ঠানে তিনি এই কথাটি স্বীকার করেন।
৩০ বছর বয়েসি এই অস্ট্রেলিয়ান তারকা সবার নজরে আসেন মারভেল মুভি ‘থর’ দিয়ে। এরপর তাকে আর থেমে দাঁড়াতে হয়নি। এরই মাঝে তার পরিচয় ঘটে ৩৭ বছর বয়েসি ‘ফাস্ট এন্ড ফিউরিয়াস-৬’ মুভির অভিনেত্রী এলসা প্যাটাকির সাথে। ২০১০ এর ডিসেমব্রে তারা বসেন বিয়ের পিঁড়িতে। এই জুটির ১৮ মাস বয়েসি একটি কন্যা সন্তান রয়েছে।
এই সুখবরের সাথেসাথেই ক্রিস-এলসা জুটি শুনিয়েছেন আরেকটি সুখবর। চলতি বছরের নভেম্বরে জমজ সন্তানের বাবা হতে চলেছেন থর তারকা ক্রিস হেমসওর্থ। ৭১ অ্যান্যুয়াল গোল্ডেন গ্লোব অনুষ্ঠানে তিনি এই কথাটি স্বীকার করেন।
৩০ বছর বয়েসি এই অস্ট্রেলিয়ান তারকা সবার নজরে আসেন মারভেল মুভি ‘থর’ দিয়ে। এরপর তাকে আর থেমে দাঁড়াতে হয়নি। এরই মাঝে তার পরিচয় ঘটে ৩৭ বছর বয়েসি ‘ফাস্ট এন্ড ফিউরিয়াস-৬’ মুভির অভিনেত্রী এলসা প্যাটাকির সাথে। ২০১০ এর ডিসেমব্রে তারা বসেন বিয়ের পিঁড়িতে। এই জুটির ১৮ মাস বয়েসি একটি কন্যা সন্তান রয়েছে।