চলচ্চিত্র
জগতে তার পদার্পণ নবীন পরিচালক সৈকত নাসিরের হাত ধরে। তবে খুব অল্প সময়েই
প্রথম সিনেমা দেশা দ্যা লিডার দিয়ে পরিবালকের দৃষ্টি কাড়তে সক্ষম হন। এবার
'পথকলি’ শিরোনামের একটি নতুন ছবিতে অভিনয় করতে যাচ্ছেন নবাগত চিত্রনায়ক
শিপন।
আবদুল্লাহ জহির বাবুর গল্প ও সংলাপে এটি পরিচালনা করবেন জাকির হোসেন রাজু। বাংলাদেশের অবহেলিত পথশিশুদের নিয়ে ছবিটির কাহিনী তৈরী বলে জানা যায়।
পরিচালক রাজু জানান, আমাদের দেশের অবহেলিত পথ শিশুদের নিজেদের জীবনের গল্প নিয়ে পুরো ছবিটি নির্মিত হবে। এখানে মুল চরিত্র অভিনয় করবেন শিশুরাই। তাই নায়ক হিসেবে হিসেবে শিপন থাকলেও তার বিপরীতে কোন নায়িকা এখনো ঠিক করা হয়নি।
সবকিছু ঠিক থাকলে মে মাসের প্রথম সপ্তাহ থেকে নতুন এ ছবিটির কাজ শুরু করবেন বলে জানিয়েছেন ছবির পরিচালক।
প্রসঙ্গত, বর্তমানে শিপন সৈকত নাসিরের ‘দেশা দ্যা লিডার’, শহিদুল ইসলাম খোকনের ‘ব্লাংক চেক’সহ বেশকিছু ছবিতে কাজ করছেন।
আবদুল্লাহ জহির বাবুর গল্প ও সংলাপে এটি পরিচালনা করবেন জাকির হোসেন রাজু। বাংলাদেশের অবহেলিত পথশিশুদের নিয়ে ছবিটির কাহিনী তৈরী বলে জানা যায়।
পরিচালক রাজু জানান, আমাদের দেশের অবহেলিত পথ শিশুদের নিজেদের জীবনের গল্প নিয়ে পুরো ছবিটি নির্মিত হবে। এখানে মুল চরিত্র অভিনয় করবেন শিশুরাই। তাই নায়ক হিসেবে হিসেবে শিপন থাকলেও তার বিপরীতে কোন নায়িকা এখনো ঠিক করা হয়নি।
সবকিছু ঠিক থাকলে মে মাসের প্রথম সপ্তাহ থেকে নতুন এ ছবিটির কাজ শুরু করবেন বলে জানিয়েছেন ছবির পরিচালক।
প্রসঙ্গত, বর্তমানে শিপন সৈকত নাসিরের ‘দেশা দ্যা লিডার’, শহিদুল ইসলাম খোকনের ‘ব্লাংক চেক’সহ বেশকিছু ছবিতে কাজ করছেন।