আকাশ কত দূরে, akash koto dure
সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠেয় ইন্টারন্যাশনাল ওরিয়েন্টাল ফিল্ম ফেস্টিভ্যাল অব জেনেভাতে প্রদর্শিত হবে বাংলাদেশের চলচ্চিত্র ‘আকাশ কত দূরে’ ছবিটি। ছবিটি নির্মাণ করেছেন পরিচালক সামিয়া জামান।
আগামী ৪ এপ্রিলে উৎসব শুরু হবে। চলবে ১৩ এপ্রিল পর্যন্ত। এতে বিশ্বের বিভিন্ন দেশের মোট ১০০টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। মোট সাতটি ভিন্ন শাখায় পুরস্কার দেয়া হবে।
এ নিয়ে নবমবারের মতো ওরিয়েন্টাল ফিল্ম ফেস্টিভ্যাল অব জেনেভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের মূল প্রতিপাদ্য হচ্ছে ‘যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়ার চলচ্চিত্র’।
উত্সবের অন্যতম মিডিয়া পার্টনারের তালিকায় আছে চ্যানেল আই। এতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর ও ‘আকাশ কত দূরে’ চলচ্চিত্রের পরিচালক সামিয়া জামান।
‘আকাশ কত দূরে’ ছবিটির কাহিনি, চিত্রনাট্য, সংলাপ ও গান রচনা করেছেন জুলফিকার রাসেল। ছবিটিতে অভিনয় করেছেন মুস্তফা প্রকাশ, ফারিয়া, রাজ্জাক, মিশা সওদাগর প্রমুখ।
 
Top