দীর্ঘ দিন পর চিত্র নায়ক রুবেল অভিনীত ছবি ‘এক নাম্বার আসামী’। ‘এক নাস্বার
আসামী’তে অভিনয় করেছেন, রুবেল, পলি এবং মৌমিতা। এই ছবিটির মাধ্যমে দীর্ঘ
দিন পর বড় পর্দায় হাজির হতে যাচ্ছেন রুবেল।
রুবেল বলেন, ‘ফুটপাতের বাদশা’ ছিলো আমার অভিনীত সর্বশেষ ছবি। ‘এক নাম্বার আসামী’ ছবিটিও অনেকদিন আগের করা। এর মাঝে চলচ্চিত্রে আমি কিছুটা অনিয়মিত হয়ে গিয়েছিলাম। তবে কিছুদিন আগ থেকে আমি নতুন করে ছবির কাজ শুর করেছি। আগামীতে দর্শক আমাকে আবার নিয়মিত চলচ্চিত্রের পর্দায় দেখতে পাবে।
ছবির পরিচালক রাজু চৌধুরী বলেন,‘এক নাম্বার আসামী’ ছবিটি অ্যাকশনধর্মী।দর্শকদের ভাল লাগবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।
রুবেল বলেন, ‘ফুটপাতের বাদশা’ ছিলো আমার অভিনীত সর্বশেষ ছবি। ‘এক নাম্বার আসামী’ ছবিটিও অনেকদিন আগের করা। এর মাঝে চলচ্চিত্রে আমি কিছুটা অনিয়মিত হয়ে গিয়েছিলাম। তবে কিছুদিন আগ থেকে আমি নতুন করে ছবির কাজ শুর করেছি। আগামীতে দর্শক আমাকে আবার নিয়মিত চলচ্চিত্রের পর্দায় দেখতে পাবে।
ছবির পরিচালক রাজু চৌধুরী বলেন,‘এক নাম্বার আসামী’ ছবিটি অ্যাকশনধর্মী।দর্শকদের ভাল লাগবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।