বেবী নাজনীন, baby naznin
যুক্তরাষ্ট্রে একমাত্র ছেলে মহারাজ অমিতাভ থাকেন। এ বছরের শুরুর দিকে অবকাশ যাপনের জন্য যুক্তরাষ্ট্রে গিয়েছেন 'বস্ন্যাক ডায়মন্ড' খ্যাত জনপ্রিয় কণ্ঠশিল্পী বেবী নাজনীন। তার সঙ্গে সময় কাটাতেই বেবী নাজনীনের বিদেশযাত্রা। তাই আপাতত তিনি গান থেকে দূরে আছেন। গত মাসেই তার দেশে ফেরার কথা থাকলেও এখনো পর্যন্ত ফেরেননি।
পুরো চলতি মাস বেবী যুক্তরাষ্ট্রে থাকবেন। আগামী মাসের শুরুর দিকে তিনি দেশে ফিরবেন। এদিকে, বেবী নাজনীনের হঠাৎ বিদেশ সফরে আটকে আছে তার ৫০তম অ্যালবামটি। এ সম্পর্কে তিনি জানিয়েছেন, অ্যালবামের কাজটি প্রায় সম্পন্ন। তবে পৃষ্ঠপোষকতা না পাওয়ায় তিনি অ্যালবামটি বাজারে ছাড়ছেন না।
তবে আন্তর্জাতিক ওয়েবসাইটগুলোতে কিংবা মুঠোফোনে তার এই অ্যালবামটি প্রকাশের সম্ভাবনা রয়েছে। এ নিয়ে বেশ কিছু কোম্পানির সঙ্গে তার আলোচনাও হয়েছে। ওই সময় জানিয়েছিলেন, চলতি বছরের শুরুর দিকেই তিনি তার ক্যারিয়ারের এই অ্যালবামটি প্রকাশ করবেন। সব মিলিয়ে এখন অনেকটাই অনশ্চিত হয়ে পড়েছে তার এই অ্যালবামটি।
বেবীর এই অ্যালবামে কথা ও সুর করছেন বেশ কয়েকজন গীতিকার ও সুরকার। এতে তার নিজের কথা এবং সুর করা গানও থাকছে। তবে এখনো পর্যন্ত অ্যালবামের নাম চূড়ান্ত হয়নি।
উল্লেখ্য, এর আগে, ২০১১ সালে সঙ্গীতার ব্যানারে বেবী নাজনীনের সর্বশেষ একক অ্যালবাম 'ইচ্ছে করে ভালোবাসি' প্রকাশিত হয়।
 
Top