অ্যাঞ্জেলিনা জোলি, anjelina joli
মাত্র গত বছরই অপারেশন করিয়েছিলেন অস্কারজয়ী হলিউডের অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। ক্যান্সারের ঝুঁকি কমাতেই নিজের শরীরে কাটাছেঁড়া করাতে হয়েছিলো তাকে। কিন্তু আবারও তাঁকে চিকিত্সকের ছুরি-কাঁচির দ্বারস্থ হতে হবে বলেই সম্প্রতি জানিয়েছেন এই মেধাবী অভিনেত্রী।
অপারেশন প্রসঙ্গে জোলি বলেন, ‘আমার আরেকটি অস্ত্রোপচার বাকি রয়ে গেছে। সেটা করাতে হবে। আমার মতো সমস্যায় আক্রান্ত মানুষদের সঙ্গে প্রায়ই আমার কথা হয়। আমি জানি, অস্ত্রোপচার-পরবর্তী সময়ে আমার করণীয় সম্পর্কে চমত্কার সে সব মানুষের কাছ থেকে আমি যথাযথ উপদেশ পাব।’ জোলির অপারেশনের এই খবর জানিয়েছে এইস শোবিজ।
তিনি আরও বলেন, সুযোগ পেলেই তিনি স্তন ক্যানসার কিংবা গর্ভাশয় ক্যানসারে আক্রান্ত নারীদের সঙ্গে কথা বলেন। যাঁদের স্ত্রী কিংবা কন্যা ক্যানসারে আক্রান্ত, তাঁদের সঙ্গেও তিনি কথা বলেন। মরণঘাতী ক্যানসারের সঙ্গে যুদ্ধে পরাজিত হয়ে মৃত্যুবরণ করেছেন এমন মানুষদের স্বজনদের সঙ্গেও তার কথা হয়। ক্যানসার থেকে মুক্তি পেতে অস্ত্রোপচারের কথা ভাবছেন এমন রোগী এবং তাঁদের অভিভাবকদের সঙ্গে কথা বললে তাঁদের খুব কাছের মানুষ মনে হয় তার কাছে।
গত বছর অপারেশন করার পর ভক্তদের ভালোবাসা ও সহমর্মিতা পেয়ে অভিভূত হয়েছেন বলে জানান জোলি।
২০০৭ সালে ক্যানসারে আক্রান্ত হয়ে মাত্র ৫৬ বছর বয়সে মৃত্যুবরণ করেছিলেন জোলির মা। মায়ের কাছ থেকে ত্রুটিযুক্ত জিন পেয়েছিলেন জোলি যে জিনের প্রভাবে গর্ভাশয় কিংবা স্তন ক্যানসারের ঝুঁকি অনেকটাই বেড়ে যায়। ক্যান্সারের ঝুঁকি ধরা পড়ায় বিশেষজ্ঞদের পরামর্শে গত বছর অস্ত্রোপচারের মাধ্যমে দুটি স্তনই কেটে ফেলতে হয় জোলিকে।
 
Top