ফেরদৌস আরা, ferdaus ara, ferdous ara
দেশের প্রথিতযশা নজরুল সঙ্গীতশিল্পী ও সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান সুর সপ্তকের প্রতিষ্ঠাতা পরিচালক ফেরদৌস আরার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে 'বিশ্ব অঙ্গনে নজরুল সঙ্গীত' শীর্ষক সেমিনার। অনুষ্ঠানে নজরুল সঙ্গীতের অবদান এবং এর প্রচার ও প্রসারের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিস্থ নজরুল ইন্সটিটিউটের কামাল আতাতুর্ক মিলনায়তনে সেমিনারটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফেরদৌস আরা নিজেই। এতে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. রফিকুল ইসলাম, সঙ্গীতজ্ঞ সুধীন দাস, ড. কাজী গুলশান আরা, কবি মুহাম্মদ নুরুল হুদা প্রমুখ। অনুষ্ঠানে আলোচকরা বিশ্ব অঙ্গনে নজরুল সঙ্গীতের অবস্থান তুলে ধরেন।

এ সম্পর্কে ফেরদৌস আরা বলেন, "মূলত নজরুল সঙ্গীতের প্রসারের ক্ষেত্রে দেশীয় মিডিয়ার আন্তরিকতা কম থাকার কারণেই বিশ্ব অঙ্গনে নজরুল সঙ্গীত সেভাবে প্রতিষ্ঠা পায়নি। তবে আমি মনে করি, এ ব্যাপারে সবাই একযোগে এগিয়ে এলে বিশ্ব অঙ্গনে নজরুল সঙ্গীতের অবস্থান আরো সুদৃঢ় হবে।"

তিনি আরো বলেন, "নজরুলের আদর্শ আমাদের শক্তি ও প্রেরণার উৎস। তাই নবীন প্রজন্মকে নজরুল সম্পর্কে আরো বেশি জানতে হবে। নজরুলের বাণীসুধা পান করে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে।"

নজরুল সঙ্গীত নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে ফেরদৌস আরা বলেন, "নজরুলের কিছু কিছু গান শ্রোতাদের কাছে এখনো সেভাবে পৌছায়নি। এ ধরনের গানগুলো আমি সংগ্রহ করছি। পাশাপাশি প্রকাশেরও উদ্যোগ নিয়েছি। পরবর্তী অ্যালবামের ক্ষেত্রেও সেসব গানকেই প্রাধান্য দেব। তাছাড়া আমার কণ্ঠে প্রকাশিত নজরুল সঙ্গীতের অ্যালবামগুলোও আমি সংগ্রহে রেখেছি, যা দিয়ে একটি ছোটখাটো সংগ্রহশালা তৈরি করব। আমি আজীবন নজরুল সঙ্গীতের প্রচার ও প্রসারে কাজ করে যেতে চাই।"

ফেরদৌস আরা অনুষ্ঠানটি সঞ্চালনার পাশাপাশি সঙ্গীতও পরিবেশন করেন। এদিকে, স্বাধীনতা দিবস উপলক্ষে গতকাল ঢাকার বাইরে একটি দেশাত্মবোধক গানের মিউজিক ভিডিওর চিত্রায়নে অংশ নেন তিনি। মিউজিক ভিডিওটি চ্যানেল আইয়ের জন্য নির্মিত হচ্ছে।
 
Top