সম্প্রতি মোবাইলফোনে গান প্রকাশ
ব্যাপকভাবে জনপ্রিয়তা পাচ্ছে। সে ধারাবাহিকতায় অবশেষে পহেলা বৈশাখে
মোবাইলফোনে প্রকাশ হতে যাচ্ছে জনপ্রিয় কণ্ঠশিল্পী রুমানা ইসলামের নতুন একক
অ্যালবাম। এরই মধ্যে এ অ্যালবামের আটটি গানের রেকর্ডিং সম্পন্ন হয়েছে। আর
মাত্র দুটি গানের রেকর্ডিং এখনো বাকি রয়েছে।
এ প্রসঙ্গে রুমানা ইসলাম বলেন, "বৈশাখে প্রকাশের লক্ষ্যে তোড়জোড় করেই এ অ্যালবামের কাজ শেষ করছি। এখন একটু বিরতিতে আছি। কারণ কয়েক দিন ধরে জ্বর ও গলা ব্যথায় ভুগছি। আর এ কারণেই অ্যালবামের শেষ গান দুটি রেকর্ডিং করতে পারিনি। তবে একটু সুস্থ হলেই গান দুটির কাজ শেষ করব। আশা করি, পহেলা বৈশাখেই নতুন গানগুলো শ্রোতাদের কাছে পৌঁছে দিতে পরব।"
অ্যালবাম প্রকাশ প্রসঙ্গে রুমানা বলেন, "বিষয়টি আমি এখনই বলতে চাচ্ছি না। সব কিছু চূড়ান্ত হলেই কেবল সবাইকে জানাব। পাইরেসি ও অডিও ব্যবসায় মন্দার কারণে এখন অনেক শিল্পীই মোবাইলফোনে অ্যালবাম প্রকাশ করছেন। তাই আমিও শুরুতে অ্যালবামটি মোবাইলফোনে প্রকাশের সিদ্ধান্ত নিয়েছি। এরপর কয়েক মাস বিরতি দিয়ে সিডি আকারে এটি বাজারে ছাড়া হবে।"
উল্লেখ্য, রুমানা ইসলামের ষষ্ঠ একক অ্যালবাম এটি। ১০টি গান দিয়ে সাজানো হচ্ছে অ্যালবামটি। সব কটি গানের কথা, সুর ও সঙ্গীত করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। এরইমধ্যে এ অ্যালবামের একটি গানের মিউজিক ভিডিও তৈরি করা হয়েছে, যা কিছু দিনের মধ্যেই বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার শুরু হবে। সর্বশেষ ২০১২ সালে রুমানার রবীন্দ্রসঙ্গীতের একক অ্যালবাম 'সখা প্রাণের মাঝে আয়' প্রকাশিত হয়েছিল।
এ প্রসঙ্গে রুমানা ইসলাম বলেন, "বৈশাখে প্রকাশের লক্ষ্যে তোড়জোড় করেই এ অ্যালবামের কাজ শেষ করছি। এখন একটু বিরতিতে আছি। কারণ কয়েক দিন ধরে জ্বর ও গলা ব্যথায় ভুগছি। আর এ কারণেই অ্যালবামের শেষ গান দুটি রেকর্ডিং করতে পারিনি। তবে একটু সুস্থ হলেই গান দুটির কাজ শেষ করব। আশা করি, পহেলা বৈশাখেই নতুন গানগুলো শ্রোতাদের কাছে পৌঁছে দিতে পরব।"
অ্যালবাম প্রকাশ প্রসঙ্গে রুমানা বলেন, "বিষয়টি আমি এখনই বলতে চাচ্ছি না। সব কিছু চূড়ান্ত হলেই কেবল সবাইকে জানাব। পাইরেসি ও অডিও ব্যবসায় মন্দার কারণে এখন অনেক শিল্পীই মোবাইলফোনে অ্যালবাম প্রকাশ করছেন। তাই আমিও শুরুতে অ্যালবামটি মোবাইলফোনে প্রকাশের সিদ্ধান্ত নিয়েছি। এরপর কয়েক মাস বিরতি দিয়ে সিডি আকারে এটি বাজারে ছাড়া হবে।"
উল্লেখ্য, রুমানা ইসলামের ষষ্ঠ একক অ্যালবাম এটি। ১০টি গান দিয়ে সাজানো হচ্ছে অ্যালবামটি। সব কটি গানের কথা, সুর ও সঙ্গীত করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। এরইমধ্যে এ অ্যালবামের একটি গানের মিউজিক ভিডিও তৈরি করা হয়েছে, যা কিছু দিনের মধ্যেই বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার শুরু হবে। সর্বশেষ ২০১২ সালে রুমানার রবীন্দ্রসঙ্গীতের একক অ্যালবাম 'সখা প্রাণের মাঝে আয়' প্রকাশিত হয়েছিল।