এসময়ের প্রতিশ্রুতিশীল ও
সম্ভাবনাময় গায়কদের একজন রাকিব মোসাব্বির। ভৈরবের ছেলে রাকিব মোসাব্বিরের
প্রথম এলবাম প্রকাশিত হয় ২০০৮ সালে। ২০০৮ সালে সাউন্ডটেক থেকে রাকিবের
প্রথম একক অ্যালবাম প্রকাশ হয়। এরপর ২০১০ সালে লেজারভিশন থেকে প্রকাশ হয়
তার প্রথম মিক্সড অ্যালবাম ‘মাধবীলতা’। ২০১১ সালে তার কম্পোজিশনে কাজী শুভর
গাওয়া ‘মন পাজঁর’ গানটি শ্রোতাদের কাছে বেশ জনপ্রিয়তা পায়। এর পরের বছরই
বরেণ্য গীতিকার আসিফ ইকবালের লেখায় পুরো একটি অ্যালবামের সংগীত পরিচালনা
করে সংগীতবোদ্ধাদের নজরে আসেন তিনি। গত বছর সিডি চয়েজের ব্যানারে রাকিবের
তৃতীয় একক ‘সুখ পাখি’ অ্যালবামটির বেশ কয়েকটি গান শ্রোতাপ্রিয়তা পায়।
এছাড়া গত বছর রাকিবের ‘সাত পাকের জীবন’ গানটিও বেশ জনপ্রিয়তা পায়।
লতি বছর রাকিবের কম্পোজিশনে সিডি চয়েজের ব্যানার প্রকাশ হয়েছে তার চতুর্থ ফিচারিং ও তার ব্যক্তিগত সপ্তম অ্যালবাম ‘রোদেলা আকাশ’। ইতিমধ্যে এই অ্যালবামটির গানগুলো শ্রোতাপ্রিয়তা অর্জন করেছে। এ পর্যন্ত রাকিবের সংগীতে ১০টি গানের মিউজিক ভিডিও তৈরি হয়েছে। এ পর্যন্ত রাকিব মোসাব্বিরের প্রকাশিত অ্যালবামগুলো হলো- যারে আমার মন (২০০৮), বৈশাখ এলো (২০১০), মাধবীলতা (২০১০), জানি তুমি (২০১১), অভিমানী আকাশ (২০১২), সুখ পাখি (২০১৩) ও রোদেলা আকাশ (২০১৪)। এছাড়া বেশ কিছু মিক্সড অ্যালবামেও রাকিব কাজ করেছেন।রাকিবের মিউজিক কম্পোজিশনে জনপ্রিয়তা পাওয়া কিছু গানের মধ্যে অন্যতম- যারে আমার মন (রাকিব), পিরিতি (রাকিব), মাধবীলতা (কনিকা), মন পাঁজর (কাজী শুভ), জানি তুমি (শোভন), অবুঝ মন (ইলিয়াস/নির্ঝর), সুখ পাখি (রাকিব), অতলে অতলে (রাকিব/সাবা), আমার পরাণ (রাকিব/খেয়া), মন (রাকিব/আনিকা), সাত পাকের জীবন (রাকিব/ফারাবি) প্রভৃতি।
এবার লেজারভিশনের ব্যানারে পঞ্চম ফিচারিং অ্যালবাম নিয়ে আসছে তিনি। অ্যালবামের নাম রাখা হয়েছে ‘রাকিব মিক্স’। নতুন ও পুরনো আটটি গান নিয়ে ‘রাকিব মিক্স’ অ্যালবামটি সাজানো হয়েছে। পুরনো তিনটি গানের মধ্যে অন্যতম হলো- ‘জানি তুমি’ ও ‘মাধবীলতা’। আর অবশিষ্ট পাঁচটি গান নতুন করে তৈরি করা হয়েছে। অ্যালবামটি শীঘ্রই প্রকাশিত হবে।
লতি বছর রাকিবের কম্পোজিশনে সিডি চয়েজের ব্যানার প্রকাশ হয়েছে তার চতুর্থ ফিচারিং ও তার ব্যক্তিগত সপ্তম অ্যালবাম ‘রোদেলা আকাশ’। ইতিমধ্যে এই অ্যালবামটির গানগুলো শ্রোতাপ্রিয়তা অর্জন করেছে। এ পর্যন্ত রাকিবের সংগীতে ১০টি গানের মিউজিক ভিডিও তৈরি হয়েছে। এ পর্যন্ত রাকিব মোসাব্বিরের প্রকাশিত অ্যালবামগুলো হলো- যারে আমার মন (২০০৮), বৈশাখ এলো (২০১০), মাধবীলতা (২০১০), জানি তুমি (২০১১), অভিমানী আকাশ (২০১২), সুখ পাখি (২০১৩) ও রোদেলা আকাশ (২০১৪)। এছাড়া বেশ কিছু মিক্সড অ্যালবামেও রাকিব কাজ করেছেন।রাকিবের মিউজিক কম্পোজিশনে জনপ্রিয়তা পাওয়া কিছু গানের মধ্যে অন্যতম- যারে আমার মন (রাকিব), পিরিতি (রাকিব), মাধবীলতা (কনিকা), মন পাঁজর (কাজী শুভ), জানি তুমি (শোভন), অবুঝ মন (ইলিয়াস/নির্ঝর), সুখ পাখি (রাকিব), অতলে অতলে (রাকিব/সাবা), আমার পরাণ (রাকিব/খেয়া), মন (রাকিব/আনিকা), সাত পাকের জীবন (রাকিব/ফারাবি) প্রভৃতি।
এবার লেজারভিশনের ব্যানারে পঞ্চম ফিচারিং অ্যালবাম নিয়ে আসছে তিনি। অ্যালবামের নাম রাখা হয়েছে ‘রাকিব মিক্স’। নতুন ও পুরনো আটটি গান নিয়ে ‘রাকিব মিক্স’ অ্যালবামটি সাজানো হয়েছে। পুরনো তিনটি গানের মধ্যে অন্যতম হলো- ‘জানি তুমি’ ও ‘মাধবীলতা’। আর অবশিষ্ট পাঁচটি গান নতুন করে তৈরি করা হয়েছে। অ্যালবামটি শীঘ্রই প্রকাশিত হবে।