লেটো, jared leto
পার্শ্বচরিত্রে সেরা অভিনেতার অস্কার পুরস্কারের ট্রফিটি নিজের রান্নাঘরে রেখেছেন জ্যারেড লেটো। ‘ডালাস বায়ারস ক্লাব’ সিনেমায় তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির ভূমিকায় অভিনয় করে এই অস্কার জেতেন লেটো।

প্রিয় অস্কারের ট্রফি নিয়ে কত কিছুই না করেন তারকারা। কেউ একে সঙ্গে নিয়ে ঘুমান, কেউ বা ট্রফি রেখে দেন রান্নাঘরে! এমনটাই করেছেন অস্কারজয়ী জ্যারেড লেটো।

মাত্র দুদিন আগে হাতে পাওয়া অস্কারের ট্রফি এখন সংরক্ষিত আছে লেটোর রান্নাঘরে, এক ব্যাগ পপকর্ন আর মাখনের সঙ্গে।

এন্টারটেইনমেন্ট টুনাইট কানাডার সঙ্গে এক সাক্ষাৎকারে লেটো বলেন, “আসলে কোনো জিনিস, যেগুলো আমি বাইরে থেকে হাতে করে নিয়ে আসি সবই প্রথমে রান্নাঘরে রাখি। কারণ আমার বাড়িতে ঢুকে প্রথমেই রান্নাঘরে পা রাখতে হয়। গাড়ির চাবিটি রাখার পর অস্কারের ট্রফিও আমি রান্নাঘরে রেখেছি।”

৪২ বছর বয়সী এই অভিনেতা আরও জানান, ইতোমধ্যেই তার অস্কারের ট্রফি নিয়ে একটি দুর্ঘটনা ঘটেছে।

লেটো বলেন, “আমার কয়েকজন সহকর্মী অস্কারের ট্রফি হাতে নিয়ে ছবি তুলছিলেন। এরপর আমি ট্রফিটি হাতে নিয়ে সিঁড়ি দিয়ে নামছিলাম আর তখনই আমার হাত থেকে ওটা পড়ে যায়। সিঁড়ির রেলিংয়ে ধাক্কা লেগে একদম নিচে গিয়ে পড়ে আমার অস্কারের ট্রফি। এর পেছন দিকে খানিকটা দাগ লেগে গেছে। তবে আমার বাড়িতে ট্রফিটি ভালোই মানিয়ে নিয়েছে।”

‘ডালাস বায়ারস ক্লাব’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কারটিও গেছে লেটোর সহশিল্পী ম্যাথিউ ম্যাককোনাহের কাছে। এই দুই বিভাগ ছাড়াও মোট ছয়টি বিভাগে অস্কারের মনোনয়ন পেয়েছে ‘ডালাস বায়ারস ক্লাব’ সিনেমা। জিতেছে আরও একটি অস্কার সেরা মেকআপ এবং হেয়ারস্টাইল বিভাগে।

অভিনেতা এবং গায়ক জ্যারেড লেটো হলিউডে পা রাখেন ১৯৯৫ সালে ‘হাও টু মেক অ্যান আমেরিকান কুইল্ট’ সিনেমার মাধ্যমে। এরপর তিনি অভিনয় করেন বায়োগ্রাফিকাল ড্রামা ‘প্রোফান্টিন’-এ।

নব্বইয়ের দশকের সেরা কয়েকটি হলিউড ফিল্ম যেমন ‘আরবান লিজেন্ড’, ‘ফাইট ক্লাব’ এমনকি ‘আমেরিকান সাইকো’তেও পার্শ্বচরিত্রে অভিনয় করেন তিনি।

লেটোকে বলা হয় একজন ‘মেথড অ্যাক্টর’। যিনি কোনো চরিত্রে অভিনয়ের সময় সেই চরিত্রের মতো জীবনযাপন করেন।

লেটোর আরেকটি বড় পরিচয় হল, তিনি ব্যান্ড ‘থার্টি সেকেন্ডস টু মার্স’-এর সদস্য।

অল্টারনেটিভ রক ধাঁচের এই ব্যান্ড সম্প্রতি ঘোষণা দিয়েছে তাদের নতুন ট্যুরের। ‘কারনিভোরাস ট্যুর’ নামের এই ট্যুরে তাদের সঙ্গে অংশ নেবে লিনকিন পার্ক।

২০১৪ সালে মুক্তি পাবে না লেটোর নতুন কোনো সিনেমা। এ বছর সংগীতের পেছনে সময় দেবেন তিনি।
 
Top