প্রিয়াঙ্কা চোপড়া, priyanka chopra
ধন্যি মেয়ে বটে৷ ‘ঢাই কিলো কা হাত'-এর দরকার নেই৷ প্রিয়াঙ্কা চোপড়ার একটা ঘুসিই এখন পুরো বলিউডকে হেলিয়ে দিতে পারে৷ বক্সার মেরি কম-এর জীবন নিয়ে তৈরি ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন পিগি চপস৷ আর বক্সারের ভূমিকায় অভিনয় করতে গিয়ে জবরদস্ত বক্সিংয়ের ট্রেনিং নিয়েছেন প্রিয়াঙ্কা৷ ‘মেরি কম' ছবির প্রযোজক সঞ্জয় লীলা বনশালি প্রিয়াঙ্কাকে বক্সিং শেখাতে দেশের তাবড় বক্সারদের সেটে এনেছিলেন৷ তাঁদের কাছে টানা কয়েক মাস কঠোর প্রশিক্ষণ নিয়েছেন প্রিয়াঙ্কা৷ আর প্রশিক্ষণ শেষে প্রিয়াঙ্কা এতটাই পোক্ত হয়ে উঠেছেন যে, ট্রেনারদের এক ঘুসিতে শুইয়ে দিয়েছেন৷ শুধু ঘুসি নয় ছবিতে তাঁর ফিজিকাল ফিটনেসও নাকি সবাইকে চমকে দেবে! 
 
Top