মুক্তি পাচ্ছে
মাধুরী দীক্ষিত ও জুহি চাওলা অভিনীত ছবি ‘গুলাব গ্যাং'৷ ছবিটির মুক্তি
স্হগিতের রাখার আর্জি জানিয়ে প্রযোজকের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে
দরবার করেছিলেন সম্পত পাল৷ কিন্তু, গতকাল দিল্লি হাই কোর্ট জানিয়ে দেয় ফিল্মটি
নির্ধারিত দিনেই মুক্তি পেতে পারে৷ ফিল্মটি থেকে নিষেধাজ্ঞাও
তুলে নেয় হাই কোর্ট৷
উত্তরপ্রদেশের এই মহিলা
সমাজকর্মীর সংগঠন গুলাবি গ্যাং থেকেই অনুপ্রাণিত সিনেমাটি৷ কিন্ত্ত, হাই
কোর্টে পাল জানান, ফিল্মটি মুক্তি পেলে তাঁর চূড়ান্ত সম্মানহানি হবে৷
যেহেতু গুলাবি গ্যাং সংগঠনটির উপর তাঁর কপিরাইট রয়েছে, সেক্ষেত্রে তাঁর
অনুমতি ছাড়া এ বিষয়ে সিনেমা মুক্তি পেলে তা, তাঁর আর্থিক ক্ষতিরও সম্ভাবনা
আজে৷ সম্পতের বক্তব্য শোনার পর গতকাল হাইকোর্টের একক বিচারপতির এজলাসে
সিান্ত হয় কোনও অবস্হাতেই জ্জ্ব মে-এর আগে গুলাব গ্যাং ছবিটিকে মুক্তি
দেওয়া যাবে না৷ শুধু তা-ই নয়, বিচারপতি সঞ্জীব সচদেব আরও জানিয়ে দেন, জ্জ্ব
মে-র আগে জনসমক্ষে ফিল্মটির কোনওরকম প্রদর্শন, প্রচার ও সিনেমা হলে
সরবরাহও করা যাবে না৷
আজ হাই কোর্টের একক বিচারপতির সেই রায়ের
বিরুদ্ধে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের কাছে আবেদন করে ফিল্মটির প্রযোজক
সংস্হা সাহারা ওয়ান মিডিয়া অ্যান্ড এণ্টারটেইনমেণ্ট প্রাইভেট লিমিটেড৷ একক
বিচারকের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে বর্ষীয়ান আইনজীবী রাজীব নায়ার আবেদন জানান
হাইকোর্টের কার্যনির্বাহী মুখ্য বিচারপতি বি ডি আহমেদ ও বিচারপতি এস
মৃদুলের বেঞ্চেক কাছে৷ বলেন, ফিল্মটিকে অবিলম্বে মুক্তি দেওয়ার অনুমতি দিক
হাইকোর্ট৷ কেন না, সম্পত পাল প্রথম থেকেই ফিল্মটির মুক্তি স্হগিত রাখার
চেষ্টা৷ গত বছর জুন মাসে তাঁকে এ বিষয়ে জানানো সত্ত্বেও তিনি কোনও পদক্ষেপ
করেননি৷ গুলাব গ্যাং-এর মুক্তির কয়েকদিন আগে হঠাত্ আদালতের দ্বারস্থ
হয়েছেন৷ নায়ার প্রশ্ন তোলেন, যদি নিজের সম্মান নিয়ে এতটাই ভাবতেন সম্পত
পাল, তাহলে গত বছর মার্চ মাসে যখন ফিল্মটির আনুষ্ঠানিক প্রচার শুরু হয় তখনই
তা জানাতে পারতেন৷ কোর্টের দ্বারস্থ হতে এক বছর সময় নিতেন না৷ কিন্তু,
তিনি তা করেননি৷ আর এতেই স্পষ্ট, যে নিজের সম্মানের থেকে ফিল্মটির মুক্তি
আটকানোই তাঁর মূল উদ্দেশ্য৷
এদিন প্রযোজকের আইনজীবীর ওই
বক্তব্যের ভিত্তিতেই হাইকোর্টের দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ জানায় তাঁরা
প্রযোজকের আবেদন শুনবেন৷ পরে ফিল্মটিকে মুক্তি দেওয়ার বিষয়ে নিষেধাজ্ঞা
তুলে নেওয়ার সিান্ত হাইকোর্টের দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ৷ জানা গিয়েছে,
সম্পত তাঁর অভিযোগে বলেন, ফিল্মে তাঁর অনুকরণে যে চরিত্রটিতে মাধুরী
দীক্ষিত অভিনয় করছেন, তাঁকে তলোয়ার ও অস্ত্র হাতে লড়াইয়ে নামতে দেখা যায়৷
যা তিনি কোনওদিনই করেননি৷