চিরকালই তাঁর পারিশ্রমিক একটু বেশি৷ সম্প্রতি দর বাড়ালেন আরও৷ তাই কথা অনেকটা এগিয়ে গেলেও শেষ মুহূর্তে টাকা-পয়সার রফা মন পসন্দ না হওয়ায় এক্সেল এণ্টারটেনমেণ্টের একটি স্কাই-ফাই ছবি থেকে সরে দাঁড়ালেন আমির খান৷ টাইম মেশিনে চড়ে কাল্পনিক দুনিয়ার গল্প নিয়ে পরিচালক নিত্য মেহরার ছবির চিত্রনাট্য খুব পছন্দ হয়েছিল আমিরের৷ হৃত্বিক, শাহরুখের মতো সুপার হিরোর চরিত্রে অভিনয় করতে উত্সুক ছিলেন৷ কিন্তু শেষপর্যন্ত পারিশ্রমিক নিয়েই বাধল যত গন্ডগোল৷