বিগ বস-এর পরবর্তী সিজনে
সলমান খানকে দেখা যাবে না এটা প্রায় নিশ্চিত। কিন্তু তাঁর পরিবর্তে যাঁকে
বিগ বস হাউসে হোস্ট হিসেবে দেখা যেতে পারে তিনি আর কেউ নন, স্বয়ং বলিউড
বাদশা শাহরুখ খান।
এই নিয়ে গুঞ্জন চরমে ওঠে যখন সম্প্রতি কালার্স চ্যানেলের অ্যানিভার্সারি সেলিব্রেশনে দেখা যায় না সলমানকে। যদিও কালার্স চ্যানেলের সঙ্গে সলমানের সম্পর্ক দীর্ঘদিনের তবে বিগ বস নিয়ে তাঁদের মধ্যে তৈরি হয়েছে বিস্তর মনোমালিন্য। অন্যদিকে কালার্স আর শাহরুখের মধ্যে বন্ধুত্ব ক্রমশই গাঢ় হচ্ছে। সেই থেকেই অনুমান করা হচ্ছে খুব তাড়াতাড়িই কিং খানের নাম ঘোষণা করা হবে বিগ বস-এর পরবর্তী সঞ্চালক হিসেবে। -- সংবাদসংস্থা
এই নিয়ে গুঞ্জন চরমে ওঠে যখন সম্প্রতি কালার্স চ্যানেলের অ্যানিভার্সারি সেলিব্রেশনে দেখা যায় না সলমানকে। যদিও কালার্স চ্যানেলের সঙ্গে সলমানের সম্পর্ক দীর্ঘদিনের তবে বিগ বস নিয়ে তাঁদের মধ্যে তৈরি হয়েছে বিস্তর মনোমালিন্য। অন্যদিকে কালার্স আর শাহরুখের মধ্যে বন্ধুত্ব ক্রমশই গাঢ় হচ্ছে। সেই থেকেই অনুমান করা হচ্ছে খুব তাড়াতাড়িই কিং খানের নাম ঘোষণা করা হবে বিগ বস-এর পরবর্তী সঞ্চালক হিসেবে। -- সংবাদসংস্থা