মাধুরী দীক্ষিত, madhuri dixit
গৌরচন্দ্রিকা না করে সার কথাটা আগেই বলে দেওয়া ভালো৷ দেশের বেশিরভাগ অনলাইন রিটেল ব্যবসার মালিক কোনও না কোনও বলিউড তারকা৷ গত কয়েকবছর ধরে বলিউড তারকারা বিপুল বহরের অর্থ লগ্নি করেছেন অনলাইন সংস্থাগুলোয়৷ দিনান্তে মাউস ক্লিক করে যেসব সাইট থেকে বইপত্র কিংবা পোশাক কেনেন, খোঁজ নিলে দেখবেন, আপনার প্রিয় কোনও তারকাই হয়তো তার মালিক৷ নামকরা বা বিপুল টার্ন ওভার-ওয়ালা সংস্থাও নয় সব ক্ষেত্রে, সিলিকন ভ্যালির মতো স্রেফ স্টার্ট আপ-দেরও হাত উপুড় করে দিচ্ছেন সেলিব্রিটিরা৷ সব মিলিয়ে বলিউডের সাইবার কারবারের পরিস্থিতিটা কেমন, আসুন দেখা যাক৷

মাধুরী দীক্ষিত

মাধপরী লগ্নি করেছেন একটি অনলাউন ফিটনেস সংস্থায়৷ এই ফিটনেস সংস্থা থেকে অনলাইনে ব্যবহারকারী জেনে যাবেন, তাঁব ফিটনেস লেভেল কেমন, কেমনভাবেই বা তা বাড়ানো যেতে পারে৷ 'গো-কি' নামে একটি পরিধানযোগ্য ফিটনেস শ্যুট-ও বানিয়েছে এই সংস্থা৷ এই অনলাইন কোম্পানির অংশীদারদের মধ্যে রয়েছেন সিলিকন ভ্যালির ব্যবসায়ী স্টিভ লুকজো (সিগেট সংস্থার চেয়ারম্যান), অমিত সিংহল (গুগুল-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট), ম্যাইক ম্যাকনাম্রা (ফেলক্সট্রনিক্স-এর সিইও)৷ সংস্থাটির চিপ ম্যাডিক্যাল অফিসার হিসাবে রয়েছেন মাধুরীর চিকিত্‍সক স্বামী শ্রীরাম নেনে৷ যদিও স্বামী-স্ত্রীর কতটা শেয়ার আছে নিশ্চিত জানা যায়নি৷

মাধুরী কী বলছেন

আমি চাই, দেশের মানুষ ফিট থাকুন৷ তরুণরা যেন ফিটনেসে জোর দেন৷ এই ধরনের প্রকল্পে আমি আছি৷ যতটা সম্ভব সহযোগিতা করব৷



করিশ্মা কাপুর

করিশ্মা জরিত একটি অনলাইন বেবি রেটেল স্টোরের সঙ্গে৷ সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডরও তিনি৷ সম্প্রতি তিনি ঠিক করেছেন, সংস্থার শেয়ার যতটা বেশি সম্ভব নিজের কাছে রাখতে৷ শোনা যাচ্ছে, ওই অনলাইন ব্যবসার ২৬ শতাংশ করিশ্মার মালিকানাধীন৷

করিশ্মা কী বলছেন

আমি বিশ্বাস করি, জীবনের শুরুটা প্রত্যেকটা শিশুরই ভালো হওয়া উচিত৷ আমি মা হিসাবে এটা মনে করি, আর এই কথাগুলো অন্য মায়েদের সঙ্গেও শেয়ার করে যেতে চাই৷



সলমন খান

একটি অনলাইন ট্রাভেল অপারেটর সংস্থার সঙ্গে জড়িত৷ একই সঙ্গে সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডারও৷ সাত বছরের পুরনো এই সংস্থাটি নিজস্ব ক্ষেত্রে প্রথম সারিতেই রয়েছে৷ আর্থিক ক্ষেত্রে সংস্থাটিতে লগ্নি রয়েছে আমেরিকার 'ইন্টেল ক্যাপিটাল' আর 'নরওয়েস্ট ভেঞ্চার পার্টনারস' কোম্পানি৷ সংস্থার পাঁচ শতাংশ শেয়ার সলমনের মালিকানাধীন৷ জানা গিয়েছে, সলমন নগদ অর্থে এ সংস্থায় লগ্নি করেননি, এনডোর্সমেন্টের মাধ্যমে ইকুয়িটি পেয়েছেন৷

সলমন কী বলছেন

অনলাইন ট্রাভেল অপারেটিং সংস্থাগুলির মধ্যে এই কোম্পানিটি সব থেকে সম্ভাবনাময়৷ তাই এদের সঙ্গে আছি৷



কুনাল কাপুর

দু'বছর পরিশ্রম করে নিজেই একটি অনলাইন ফ্রিলানফ্রপি সাইট তৈরি করেছেন৷ কুনালের সঙ্গে আছেন বরুণ শেঠ আর জাহির আদেনওয়ালা৷ অসরকারি সংস্থা বা এনজিও-গুলিকে আর্থিক অনুদান সংগ্রহের ব্যাপারে সহযোগিতা করে কুনাল কাপুরের পোর্টাল৷ তবে অংশীদারিত্বের লাভলোকশানের ব্যাপারটা স্পষ্ট জানা যায়নি৷

কুনাল কী বলছেন

এই ওয়েবসাইট এই প্রজন্মের সেই সমস্ত মানুষকে সাহায্য করার চেষ্টা করছে, যারা সোশ্যাল নেটওয়র্কের মাধ্যমে বেশ ভালো পরিমানে একে অপরের সঙ্গে যোগাযোগ রাখেন৷ বিভিন্ন কলেজ থেকে ফান্ড রেইজের কাজও আমরা করছি৷ উদ্দেশ্য কমবয়সীদের এর সঙ্গে যুক্ত করা৷



অজয় দেবগন
অজয়ের ব্যবসা একটি অনলাইন টিকিট বুকিং ওয়েবসাইটের সঙ্গে৷ এই মুহৃর্তে অনলাইন টিকিট বুকিং-এ একটি সংস্থারই একচেটিয়া বাণিজ্য রয়েছে৷ অজয়ের সংস্থা সেটিকে কড়া প্রতিযোগিতায় ফেলতে চায়৷ সিনেমার পাশাপাশি অজয়ের লগ্নিকারী ওয়েবসাইট থেকে নাটক-কনসার্ট-খেলা সব কিচুরই টিকিট কেনা যাবে৷ যদিও তার শেয়ারের পরিমাণ ঠিক কত, জানা যায়নি৷

অজয় কী বলছেন
আমার কনসেপ্টটা ভালো লেগেছে৷ তাই এদের সঙ্গে আছি৷

শিল্পা শেঠি

স্বামী রাজ কুন্দ্রার সঙ্গে শুরু করেছেন অনলাইন প্রপার্টির ব্যবসা৷ ভারতীয় শহরগুলিতে কোথায় কেমন আবাসন প্রকল্প রয়েছে, বাড়ি কেনাবেটচার ট্রেন্ড কেমন, এসবেরই হদিশ মিলবে শিল্পার ওয়েবসাইটে৷

শিল্পা কী বলছেন

বাড়ি প্রত্যেকের কাছেই আবশ্যক৷ আর সেই ক্ষেত্রেই আমি পরিষেবা দিতে চাই৷ তাই আমি এখানে আছি৷



শেখর কাপুর আর এআর রহমান

দু'জনে মিলে একটি সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম চালু করেছেন, অনলাইনে৷ এদেশের তরুণ প্রজন্ম তাঁদের সৃষ্টি শোকেস করতে পারে, সেই লক্ষ্যেই এই অনলাইন প্লাটফর্ম৷ বাণিজ্যের অঙ্কটা ঠিক জানা যায়নি৷ যুক্ত আছেন, সেটা স্বীকার করলেও, প্রতিক্রিয়া মেলেনি৷

সানি লিওন

একটি অনলাইন অ্যাডাল্ট স্টোরের প্রচারমুখ হলেন সানি লিওন৷ ২০১২ সালের ১ সেপ্টেম্বর এটি চালু হয়েছে৷ এখানে মেলে অন্তর্বাস এবং 'অ্যাডাল্ট টয়'৷

হৃতিক রোশন
দু'টি স্টার্টআপ সংস্থায় বিপুল লগ্নি করেছেন বলে শোনা যাচ্ছে৷ কিন্তু হৃতিক নিজে কিছু স্বীকার করেননি৷

সুজান-মালাইকা-বিপাশা বসু

এঁদের প্রত্যেকের আলাদা আলাদা কোম্পানি রয়েছে৷ কিন্তু প্রীতি সুখতাংকর তাঁদের অন্যভাবে যুক্ত করলেন ব্যবসার সঙ্গে৷ প্রীতির মারফত্‍ এই তিনজনেই নিজেদের ব্যবসারে নিয়ে এলেন অনলাইন৷

ভারতের প্রথম 'এডিটোরিয়াল' ই-কমার্স ব্যবসার সূচনা তাঁদের হাত দিয়েই৷ এই মুহৃর্তে এই তিন সেলি ব্রিটি ব্যবসার তিনটি উইং-এর মুখপাত্র৷
 
Top