রিচি সোলায়মান, riche solayman
নাটক বলুন আর সিনেমাই বলুন, পরিচলকই যেন সবকিছুর হর্তাকর্তা। তার এক ইশারায় কাঠপুতলের মতো নাচতে বাধ্য অভিনেতা-অভিনেত্রীরা। কিন্তু কেমন হবে যদি জায়গা হয়ে যায় বদল? অভিনেত্রী বনে যান পরিচালক!
ছোট পর্দার প্রিয়মুখ রিচি সোলায়মান অনেকদিন ধরেই ভিন্ন ভিন্ন গল্পে বহুমাত্রিক চরিত্রে অভিনয় করে আসছেন। তবে তিনি কখনো পরিচালক হবেন, তা ভাবেননি। এবারই প্রথম গোলাম সোহরাব দোদুলের রচনা ও পরিচালনায় একটি খন্ড-নাটকে পরিচালকের ভূমিকায় অভিনয় করেছেন তিনি। নাটকটির নাম 'উপলব্ধি'।
মানিকগঞ্জে এই নাটকের শুটিং শেষ হয়েছে। এতে রিচি ছাড়াও অভিনয় করেছেন আবুল হায়াত, রওনক হাসান, সুমাইয়া হীরা, জয়িতা প্রমুখ। রিচি বলেন, 'এই নাটকে আমাকে একজন পরিচালক হিসেবে দেখা যাবে। মুক্তিযুদ্ধের জন্য একটি নাটক বানানোর জন্য গ্রামের বাড়িতে যাই। সেখানে যাওয়ার পর নানা রকম ঘটনা ঘটতে থাকে। আশা করি, নাটকটি সবার পছন্দ হবে।'
উল্লেখ্য, খুব শীঘ্রই এটি যে কোনো একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে বলে জানিয়েছেন পরিচালক।
 
Top