গত ৯ই মার্চ রাতে মোহাম্মদপুরে
শুচি শামসের রেকর্ডিং স্টুডিওতে আশিকুর রহমান পরিচালিত ‘কিস্তিমাত’ সিনেমার
গান গাইলেন পড়শী। গানটিতে তার সহ শিল্পী ছিলেন শাহিন। গানটির শিরোনাম
‘পড়েছি প্রেমে প্রথম দেখায়, রেখো আমায় কাজল রেখায়’। গানটির সুর ও সংগীত
করেছেন নাভেদ এবং গানের কথা লিখেছেন জাহিদ হাসান অভি। গানটির রেকর্ডিং ও
মিক্স-মাস্টারিং করেছেন শুচি শামস।
কামাল হাসান এবং রিয়াদ হোসেন প্রযোজিত ‘কিস্তিমাত’ সিনেমায় অভিনয় করছেন আরেফিন শুভ ও আঁচল। এছাড়া এই সিনেমায় আরও অভিনয় করবেন মিশা সওদাগর ও টাইগার রবি সহ অনেকে। ছবিটি পরিবেশনায় ‘দি অভি কথাচিত্র’।
গানটির প্রসঙ্গে জনপ্রিয় গায়িকা পড়শী জানান, "গানটি একটি রোমান্টিক গান। গানটির কথা ও সুর আশা করি দর্শকদের মন ছুঁয়ে যাবে। আমার সাথে সহশিল্পী হিসেবে ছিলেন শাহিন ভাইয়া।"
গায়ক শাহিন জানান, "এর আগে চলচ্চিত্রে প্লে-ব্যাক করলেও বড় ব্যানারের ছবিতে গান গাইতে পেরে আমি খুবই আনন্দিত। এই প্রথম পড়শী সাথে গান গাইলাম। আশা করছি গানটি দর্শক প্রিয় হবে।"
উল্লেখ্য আগামী ১৫ই মার্চ এফডিসিতে শুভ মহরতের মাধ্যমে ছবিটির শুটিং শুরু হবে। দেশের বিভিন্ন লোকেশনে শুটিং চলবে আগামী ২০ই এপ্রিল পর্যন্ত।
কামাল হাসান এবং রিয়াদ হোসেন প্রযোজিত ‘কিস্তিমাত’ সিনেমায় অভিনয় করছেন আরেফিন শুভ ও আঁচল। এছাড়া এই সিনেমায় আরও অভিনয় করবেন মিশা সওদাগর ও টাইগার রবি সহ অনেকে। ছবিটি পরিবেশনায় ‘দি অভি কথাচিত্র’।
গানটির প্রসঙ্গে জনপ্রিয় গায়িকা পড়শী জানান, "গানটি একটি রোমান্টিক গান। গানটির কথা ও সুর আশা করি দর্শকদের মন ছুঁয়ে যাবে। আমার সাথে সহশিল্পী হিসেবে ছিলেন শাহিন ভাইয়া।"
গায়ক শাহিন জানান, "এর আগে চলচ্চিত্রে প্লে-ব্যাক করলেও বড় ব্যানারের ছবিতে গান গাইতে পেরে আমি খুবই আনন্দিত। এই প্রথম পড়শী সাথে গান গাইলাম। আশা করছি গানটি দর্শক প্রিয় হবে।"
উল্লেখ্য আগামী ১৫ই মার্চ এফডিসিতে শুভ মহরতের মাধ্যমে ছবিটির শুটিং শুরু হবে। দেশের বিভিন্ন লোকেশনে শুটিং চলবে আগামী ২০ই এপ্রিল পর্যন্ত।