বলিউডের রুপালী জগৎ নিয়ে আগ্রহের শেষ নেই বিশ্বজুড়ে অগণিত দর্শকের। এবং বলাই বাহুল্য যে এই আগ্রহ অনেক বেশি নারীদের ঘিরেই। আচ্ছা বলুন তো, বলিউডের সবচাইতে ক্ষমতাধর নারী কে? অনেকেই হয়তো মিস ওয়ার্ল্ড ঐশ্বরিয়া রাইয়ের নাম বলবেন। তাহলে জেনে রাখুন, তিনি আছেন তালিকার শেষ অবস্থানে। আর এক নাম্বার? এই অবস্থানে এমন একজন আছেন যিনি আদতে অভিনেত্রীই নন। চলুন, এক নজরে দেখে নেয়া যাক এইসব ক্ষমতাধর নারীদের, যাদের কারণে ঝলমলে এখন বলিউড জগৎ।

একতা কাপুর

একতা কাপুর, ekota kapur
ক্ষমতাধর নারীর তালিকায় সবার আগে কার নামটি আছে? সে আর কেউ না ভারতীয় মেগা সিরিয়াল ইন্ডাস্ট্রির কর্ণধার একতা কাপুর। ভারতবর্ষে থ্রিল,সাসপেন্স নির্ভর ডেইলি সোপের যাত্রা তার হাত দিয়েই শুরু। তার এক ইশারায় যেমন কেঁদে বুক ভাসিয়ে দেয় অগনিত দর্শকেরা। ঠিক তেমনই তার সাসপেন্সের গোলক ধাঁধা ধরে রাখতে সমর্থ হয় কোটি কোটি দর্শককে। দশকেরও বেশি সময় ধরে ছোট পর্দায় রাজত্ব করার এই টিভি মালকিন ঝুকেছেন বড়পর্দার দিকে সম্প্রতি ছোট বাজেটের হলেও সুপার হিট কিছু চলচ্চিত্র উপহার দেন। তার হাত ধরেই ছোটপর্দা থেকে বড়পর্দায় অভিষেক ঘটে বর্তমান সময়ের জনপ্রিয় নায়িকা নায়কদের।

বিদ্যা বালান

বিদ্যা বালান, vidya balan, bidda balan
গতানুগতিক নায়িকা সুলভ চেহারা বা আকর্ষণীয় ‘জিরো ফিগার’র কোনটারই অধিকারী নন এই নায়িকা কিন্তু তার পর বর্তমান সময়ে বলিউডে নায়িকা খান’এর উপাধি অর্জন করা বিদ্যা বালান রয়েছেন ক্ষমতাধর নারী তালিকার দুই নম্বরে। সুবিচার অন্বেষী সাহসী বড় বোন ‘নো ওয়ান কিল্ড জেসিকা’, দুঃসাহসিক গর্ভবতী গোয়েন্দা ‘কাহানী’, সমালোচিত সিল্ক ‘দ্যা ডার্টি পিকচার’-এসব চরিত্রে অভিনয়ি তাকে এনে দিয়েছে খ্যাতি এবং বলিউড পাড়ায় কিং খানদের সমতুল্য হওয়ার স্বাদ। গতানুগতিক বাণিজ্যিক ধারার চলচ্চিত্রের বাইরেও যে নায়িকারা অভিনয় করে সুনাম এবং সাফল্যটা অর্জন করতে পারে তা তিনি প্রমাণ করেন। পুরো বলিউড জগতে স্পষ্টভাষী, ব্যতিক্রম, এবং নতুন কিছু করার মানসিকতার অধিকারিণী তিনিই। আর এসব গুনের কারণেই পরিচালক মহলে রয়েছে তার খ্যাতি।

প্রিয়াঙ্কা চোপড়া

প্রিয়াঙ্কা চোপড়া, priyanka chopra
‘মিস ওয়ার্ল্ড’ খেতাব জয়ের পর আর বসে থাকতে হয়নি এই তারকাকে। আকর্ষণীয় লম্বা পায়ের অধিকারিণী সম্প্রতি অসাধারণ গায়কির প্রমাণ রাখতে সক্ষম এই বলিউড হার্টথ্রব আর কেউ নন খোদ প্রিয়াঙ্কা চোপড়াই। বর্তমান সময়ের বলিউডএ যে কজন নায়িকা আধিপত্য বিস্তার করে চলছেন তাদের মধ্যে প্রিয়াঙ্কা চোপড়া অন্যতম।‘৭ খুন মাফ’, ‘ফ্যাশন’, ‘বারফি’ মতো ব্যাতিক্রমধর্মী এবং ব্লকবাস্টার হিট ছবি উপহার দেয়া এই অভিনেত্রীর উপর অনায়েসেই ভরশা করতে পারেন চলচ্চিত্র বিনিয়োগকারিরা।‘ফ্যাশন’ ছবিতে অনবদ্য পারফর্মেন্সের জন্য জাতীয় পুরষ্কার অর্জন করেন এই অভিনেত্রী।

দীপিকা পাডুকোন

দীপিকা পাডুকোন, dipika padukone
পর পর চারটি ব্লকবাস্টার হিট দিয়ে বলিউডে নতুন ইতিহাস গড়া নায়িকাটি আর কেউ নন দীপিকা পাডুকোন। বলিউডের পরশ পাথরের নাম দীপিকা কেননা যে ছবিটিতে হাত দেন এই নায়িকা কিভাবে যেন সুপার হিট বনে যায় ছবিটি। তিনিই একমাত্র নায়িকা যিনি মাত্র এক বছরেই সমালোচকদের ৫০০ কোটির ছবি নিজের ঝুলিতে ভড়তে সমর্থ হয়েছেন। ফিল্মি বেকগ্রাউন্ড না থাকা সত্ত্বেও পুরো বলিউডে আধিপত্য বিস্তার করে যাচ্ছেন এই অভিনেত্রী।

ঐশ্বরিয়া রায় বচ্চন

ঐশ্বরিয়া রায় বচ্চন, ayesariya roy bacchan
অসাধারণ ব্যক্তিত্ব, ক্ষমতাধর বচ্চন পদবি যার সাথে আছে সেকি আর বাদ পড়তে পারে এই তালিকা থেকে। হ্যাঁ, ঠিকই ধরেছেন কথা হচ্ছে অমিতাভ বচ্চনের একমাত্র ছেলে অভিষেকের স্ত্রী ঐশ্বরিয়াকে নিয়ে। ভারতীয় চলচ্চিত্রকে শুধুমাত্র আন্তর্জাতিক অঙ্গনে নয় এনে দিয়ে সক্ষম হয়েছেন পুরস্কারও। পৃথিবীর সবচেয়ে সুন্দরী রূপসীর খেতাব অর্জন করা এই অভিনেত্রী বেশ কয়েকটি আন্তর্জাতিক ব্র্যান্ডের সাথে সম্পৃক্তও হয়েছেন। ২০০১ সালে ফোর্বসের ইন্ডিয়ার সেরা ৫ অভিনেত্রীর তালিকায় ঐশ্বরিয়া রায় বচ্চনের নাম লিপিবদ্ধ করে।
 
Top