উইমেন্স ফিল্ম সোসাইটি বাংলাদেশের
উদ্যোগে আজ থেকে ঢাকায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী প্রথম আন্তর্জাতিক নারী
চলচ্চিত্র উৎসব। আয়োজকরা জানিয়েছেন, বিকাল ৪টায় জাতীয় জাদুঘরের প্রধান
মিলনায়তনে এই উৎসবের উদ্বোধন করবেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের
আফরোজ চুমকি। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মানবাধিকারকর্মী
অ্যাডভোকেট সুলতানা কামাল। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন উইমেন্স
ফিল্ম সোসাইটির সভাপতি লায়লুন নাহার একরাম।
এ সম্পর্কে উৎসবের মিডিয়া কো-অর্ডিনেটর মশিউর রহমান জানান, উদ্বোধনী দিনে বাংলাদেশের ৭ জন নারী পরিচালককে বিশেষ সম্মাননা প্রদান করা হবে। এই সম্মাননা পাবেন কোহিনূর আক্তার সুচন্দা, সামিয়া জামান, আরিফা পারভীন মৌসুমী, নার্গিস আক্তার, শাহনেওয়াজ কাকলী এবং শামীম আক্তার।
উৎসবটি উৎসর্গ করা হয়েছে বাংলাদেশের প্রথম নারী চলচ্চিত্র নির্মাতা রেবেকাকে। তিন দিনের এই আসরে ১৬টি দেশের নারী নির্মাতারা অংশ নিচ্ছেন। উৎসবে সম্মাননাপ্রাপ্ত পরিচালকদের পাশাপাশি অস্ট্রেলিয়ার জেনি থর্নলে; ইরানের জোহরে জামানি, পৌরান দিরাখসান্দেহ ও মারিয়ম নাজাপি; ভারতের ববি শর্মা বড়ুয়া, জিবা ভাগওয়েগার ও রুহি দীক্ষিত; ইংল্যান্ডের কিম লনিনোট্টো; আফগানিস্তানের সাহরা কারিমি, রয়া সাদাত ও অলকা সাদাত; ইন্দোনেশিয়ার কামিলা আন্দিনি ও সামারিয়া সিমানজুন্তাক; তাইওয়ানের ইয়া থিং সু; ফ্রান্সের অ্যানে জ্যাকুলিন; জাপানের কাজুয়ো মিনামিডে; জর্দানের দারিন জে সাল্লাম; কেনিয়ার এলেনা এলেসিয়া নেগ্রিওলি্ল এবং পোল্যান্ডের মার্থা প্রাস অংশ নেবেন।
শাহনেওয়াজ কাকলীর 'উত্তরের সুর' ছবির মাধ্যমে এই প্রদর্শনী শুরু হবে। এবারকার আয়োজনে উৎসবকেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে শাহবাগের জাতীয় জাদুঘর এবং কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির মিলনায়তন। মঙ্গল ও বুধবার সকাল ১১টা, দুপুর ২টা ও বিকাল ৫টায় উৎসবকেন্দ্র দুটিতে দেশ-বিদেশের নারী নির্মাতাদের চলচ্চিত্র প্রদর্শিত হবে।
এ সম্পর্কে উৎসবের মিডিয়া কো-অর্ডিনেটর মশিউর রহমান জানান, উদ্বোধনী দিনে বাংলাদেশের ৭ জন নারী পরিচালককে বিশেষ সম্মাননা প্রদান করা হবে। এই সম্মাননা পাবেন কোহিনূর আক্তার সুচন্দা, সামিয়া জামান, আরিফা পারভীন মৌসুমী, নার্গিস আক্তার, শাহনেওয়াজ কাকলী এবং শামীম আক্তার।
উৎসবটি উৎসর্গ করা হয়েছে বাংলাদেশের প্রথম নারী চলচ্চিত্র নির্মাতা রেবেকাকে। তিন দিনের এই আসরে ১৬টি দেশের নারী নির্মাতারা অংশ নিচ্ছেন। উৎসবে সম্মাননাপ্রাপ্ত পরিচালকদের পাশাপাশি অস্ট্রেলিয়ার জেনি থর্নলে; ইরানের জোহরে জামানি, পৌরান দিরাখসান্দেহ ও মারিয়ম নাজাপি; ভারতের ববি শর্মা বড়ুয়া, জিবা ভাগওয়েগার ও রুহি দীক্ষিত; ইংল্যান্ডের কিম লনিনোট্টো; আফগানিস্তানের সাহরা কারিমি, রয়া সাদাত ও অলকা সাদাত; ইন্দোনেশিয়ার কামিলা আন্দিনি ও সামারিয়া সিমানজুন্তাক; তাইওয়ানের ইয়া থিং সু; ফ্রান্সের অ্যানে জ্যাকুলিন; জাপানের কাজুয়ো মিনামিডে; জর্দানের দারিন জে সাল্লাম; কেনিয়ার এলেনা এলেসিয়া নেগ্রিওলি্ল এবং পোল্যান্ডের মার্থা প্রাস অংশ নেবেন।
শাহনেওয়াজ কাকলীর 'উত্তরের সুর' ছবির মাধ্যমে এই প্রদর্শনী শুরু হবে। এবারকার আয়োজনে উৎসবকেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে শাহবাগের জাতীয় জাদুঘর এবং কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির মিলনায়তন। মঙ্গল ও বুধবার সকাল ১১টা, দুপুর ২টা ও বিকাল ৫টায় উৎসবকেন্দ্র দুটিতে দেশ-বিদেশের নারী নির্মাতাদের চলচ্চিত্র প্রদর্শিত হবে।