সিনেমাতিতে প্রধান চরিত্রে তিনি থাকছেন নাকি থাকছেন না এসব ব্যাপারে কম
জল্পনা কল্পনা হয়নি। কখনো শাকিবের বিপরীতে আর কাজ করা হবে না বা চলচ্চিত্র
জগতের নতুন মুখের জোয়ারে ভেসে যাচ্ছেন পুরানো নায়িকারা। এসব জল্পনা-কল্পনার
অবসান ঘটিয়ে থ্রিলারধর্মী ছবি 'রাজা হ্যান্ডসাম'-এর নায়িকা হচ্ছেন অপু
বিশ্বাস।
এতে তার বিপরীতে অভিনয় করবেন চিত্রনায়ক শাকিব খান। বায়োস্কোপওয়ালার প্রযোজনায় ছবিটি পরিচালনা করছেন বদিউল আলম খোকন। ইতোমধ্যে এই ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন শাকিব ও অপু। চলতি মাসের শেষদিকে এর শুটিং শুরু হবে। ছবিটির গল্প শুনে অপু খুবই মুগ্ধ হয়েছেন।
তিনি বলেন, "ছবিটি অ্যাকশন-থ্রিলারধর্মী হওয়ায় এর গল্পেও বেশ চমক রয়েছে।
দামি এক হীরার নেকলেস উদ্ধারের ঘটনা নিয়ে এর প্রেক্ষাপট গড়ে উঠেছে। ছবিতে
প্রধান খলনায়কের ভূমিকায় অভিনয় করছেন আহমেদ শরীফ। সঙ্গে আরো আছেন মিশা
সওদাগর। এছাড়া এই ছবির দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন অমিত হাসান ও
আমির শিরাজী। ছবিটির সঙ্গীতায়োজন করছেন ফুয়াদ আল মুক্তাদির। দেশীয়
লোকেশনগুলোর পাশাপাশি যুক্তরাজ্য এবং লন্ডনের কিছু আকর্ষণীয় স্থানেও ছবিটির
শুটিং হবে।"
বর্তমানে অপু বিশ্বাস শাকিব খান প্রযোজিত 'হিরো দ্য সুপার স্টার' ছবির শুটিং করছেন। শাকিব খানের পুবাইলের বাংলোবাড়িতে এর শুটিং চলছে। এই ছবিতে আরো অভিনয় করছেন ববি, নূতন, কাবিলা, আফজাল শরীফ, ডন প্রমুখ। এই ছবিটিও পরিচালনা করছেন বদিউল আলম খোকন।
তিনি বলেন, "গতানুগতিক ধারার বাইরের গল্প নিয়ে তৈরি হচ্ছে 'হিরো : দ্য সুপার স্টার'। প্রায় এক বছর আগে থেকে এর শুটিং শুরু করেছি। ভালো মানের একটি ছবি নির্মাণ করার জন্য আমরা সবাই অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। শাকিব ও অপু দুজনেই পর্যাপ্ত সময় দিচ্ছেন। ছবিটির ব্যাপারে আমরা সবাই দারুণ আশাবাদী।
এতে তার বিপরীতে অভিনয় করবেন চিত্রনায়ক শাকিব খান। বায়োস্কোপওয়ালার প্রযোজনায় ছবিটি পরিচালনা করছেন বদিউল আলম খোকন। ইতোমধ্যে এই ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন শাকিব ও অপু। চলতি মাসের শেষদিকে এর শুটিং শুরু হবে। ছবিটির গল্প শুনে অপু খুবই মুগ্ধ হয়েছেন।
বর্তমানে অপু বিশ্বাস শাকিব খান প্রযোজিত 'হিরো দ্য সুপার স্টার' ছবির শুটিং করছেন। শাকিব খানের পুবাইলের বাংলোবাড়িতে এর শুটিং চলছে। এই ছবিতে আরো অভিনয় করছেন ববি, নূতন, কাবিলা, আফজাল শরীফ, ডন প্রমুখ। এই ছবিটিও পরিচালনা করছেন বদিউল আলম খোকন।
তিনি বলেন, "গতানুগতিক ধারার বাইরের গল্প নিয়ে তৈরি হচ্ছে 'হিরো : দ্য সুপার স্টার'। প্রায় এক বছর আগে থেকে এর শুটিং শুরু করেছি। ভালো মানের একটি ছবি নির্মাণ করার জন্য আমরা সবাই অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। শাকিব ও অপু দুজনেই পর্যাপ্ত সময় দিচ্ছেন। ছবিটির ব্যাপারে আমরা সবাই দারুণ আশাবাদী।