রোজিনা, rojina, rozina
মূলত চলচ্চিত্রের স্বর্ণালি সময়ের দিনগুলোর কথা বলতেই আমরা শাবানা, ববিতা, রোজিনার নামটিই উচ্চারণ করে থাকি। কিন্তু প্রচার বা সব কিছুর কেমিস্ট্রিতে প্রথম দুজনা যতটা হাইলাইটেড মিডিয়ায় রোজিনা ততটা নন। অথচ সব ধরনের ছবিতেই নিজের মুন্সিয়ানা দেখিয়েছেন সপ্রতিভভাবে। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অনেক কিছু।
দীর্ঘ দিন পর কোনো টিভি অনুষ্ঠানে এলেন চিত্রনায়িকা রোজিনা। সম্প্রতি এশিয়ান টিভির জনপ্রিয় সিনে অনুষ্ঠান 'মুভি বাজার'-এর বিশেষ অতিথি হিসেবে হাজির হন তিনি। কথোপকথনে উঠে আসে অনেক না বলা কথাও।
এই অনুষ্ঠানের একটি জরিপে রোজিনা সেরা প্রিয় অভিনেত্রী হিসেবে নির্বাচিত হন। সেই প্রেক্ষিতেই স্টুডিওতে হাজির হন তিনি।
অনুষ্ঠানের নানা আলাপচারিতায় রোজিনা বলেন, "আমি কেন্দ্রীয় চরিত্র পেলে অবশ্যই চলচ্চিত্রে নিয়মিত হবো। দেশের বাইরে এখন সিনিয়রদের নিয়ে অনেক চলচ্চিত্র হচ্ছে। হ্যাঁ সেখানে আমার সাথে এ সময়ের তরুণ অভিনয়শিল্পীরা থাকতেই পারেন। গল্পটা আমাকে ঘিরে তৈরি হতে হবে।"
উল্লেখ্য, বরেণ্য এই চিত্র তারকার এখন অধিকাংশ সময় কাটে লন্ডনে। মূলত লন্ডন-ঢাকা যাতায়তেই বছর কাটে তার। এর ভেতরে প্রাণের টানে বা চলচ্চিত্রের খোঁজখবরও নেন। তবে তিনি এটাও স্বীকার করেন শাবানা বা তার মতো শিল্পীরা চলচ্চিত্র থেকে দূরে সরে না গেলে এখনকার চলচ্চিত্র আরও উন্নত হতো। এ ধরনের আক্ষেপ ও অভিযোগের আত্মপক্ষ সমর্থন করে নিজের ব্যাখ্যা দিয়েছেন তিনি অনুষ্ঠানে।
 
Top