মৌসুমী, moushumi
মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ৩য় ছবি তারকাটায় অভিনয় এর পাশাপাশি এবার গান গাইলেন মৌসুমী। ‘কি যে শুন্য শুন্য লাগে তুমিহীনা’ শিরোনামের গানটির কথা লিখেছেন জাহিদ আকবর আর সঙ্গীত পরিচালনা করেছেন আরফিন রুমি।
এই বিষয়ে মৌসুমী বলেন, আমি শখের বসে গান করি। এর আগেও আমি চলচ্চিত্রে প্লেব্যাক করেছি। এবার রাজের অনুরোধে প্লেব্যাক করলাম। আরফিন রুমিও অনেক সাহায্য করেছে।
এর আগে রাজের ছায়া ছবি সিনেমার ‘মন যা বলে বলুক’ গানটি লিখেছিল মৌসুমী।
 
Top