শাহরুখ খান, shahrukh khan
শাহরুখ খানের প্রোফাইলে যুক্ত হল আরো একটি পালক। দক্ষিণ কোরিয়ার শান্তির দূত নির্বাচিত হলেন কিং খান। শুক্রবার গুরগাঁয়ে একটি সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয়া হয়।
বলিউড বাদশা থেকে দক্ষিণ কোরিয়ার শান্তির দূত- এরকম একটি সম্মানে স্বভাবতই উচ্ছ্বসিত হয়েছেন বলিউড বাদশা। তিনি বলেন, "অনেকগুলি অপশনের মধ্যে থেকে আমার নাম উঠে আসায় আমি আপ্লুত। এই সম্মান পেয়ে গর্বিত বোধ করছি।"
তিনি আরো বলেন, "কুটনীতির পাশাপাশি সংস্কৃতিতে ভরসা রেখে আমার ছবির মাধ্যমেও দু’দেশের সম্পর্ক উন্নয়নের চেষ্টা করব। দক্ষিণ কোরিয়ায় গিয়ে একটি ছবি বানানোর চেষ্টা করব।
 
Top