সারিকা, sharika
সারিকা একটি স্কুলে শিক্ষকতা করেন। সেই স্কুলে শাহেদ তার বোনের মেয়েকে প্রতিদিন দিয়ে আসতে যান। এভাবে আসা-যাওয়ায় একদিন সারিকার সঙ্গে তার পরিচয় ঘটে। এক পর্যায়ে দুজন দুজনকে ভালোবেসে ফেলেন।
কিন্তু শাহেদ তার ব্যবসা নিয়ে ব্যস্ত থাকায় সারিকাকে সময় দিতে পারেন না। অবশেষে একদিন তারা সময় বের করে দূরে রিসোর্টে ঘুরতে যান। সেখানে গিয়ে ঘটতে থাকে একের পর এক চমকপ্রদ ঘটনা।
এই টেলিছবিতে আরো অভিনয় করেছেন আলিফ চৌধুরী, দ্বীপ চৌধুরী, ইতি প্রমুখ। টেলিছবিটি ১৮ এপ্রিল এসএ টিভিতে প্রচার হবে।
দীর্ঘদিন পর আড়াল ভেঙে ছোট পর্দায় প্রত্যাবর্তন করতে যাচ্ছেন দর্শকপ্রিয় মডেল-অভিনেত্রী সারিকা। সম্প্রতি তিনি 'শেষ পর্ব' শিরোনামের একটি টেলিছবির শুটিং সম্পন্ন করেছেন। ঢাকা এবং টাঙ্গাইলের যমুনা রিসোর্টে এর দৃশ্য ধারণ করা হয়েছে। একটি বিদেশি গল্পের ছায়া অবলম্বনে টেলিছবিটি রচনা করেছেন দেওয়ান শামসুর রকিব এবং পরিচালনা করেছেন সৈয়দ সাঈদ হোসেন বাবুল।
টেলিছবিতে অভিনয় প্রসঙ্গে সারিকা সংবাদমাধ্যমকে বলেন, "আমি ইচ্ছা করেই অভিনয়টা কমিয়ে দিয়েছি। কিন্তু এই টেলিছবিটির গল্প শুনে রীতিমতো মুগ্ধ হয়েছি। এক কথায় বলতে গেলে, এই টেলিছবিতে শুটিং করে বেশ আনন্দ পেয়েছি। আশা করছি দর্শকরাও এতে আমাকে সম্পূর্ণ নতুনভাবে দেখতে পাবেন।"
'শেষ পর্ব' টেলিছবিটিতে সারিকা শহীদুজ্জামান সেলিম এবং শাহেদ শরীফ খানের সঙ্গে জুটি বেঁধেছেন। এতে দেখা যাবে,
উল্লেখ্য, গত ৪ এপ্রিল সারিকার আকদ হয়েছে। সেই সঙ্গে সাময়িকভাবে মিডিয়া থেকে সম্পূর্ণ দূরে থাকারও ঘোষণা দিয়েছেন। তবে আকদ সম্পন্ন হলেও এখনই সারিকা শ্বশুরবাড়িতে যাচ্ছেন না। বিয়ের পর তিনি বিমান চালানোর ওপর প্রশিক্ষণ নেবেন। সারিকা ২০০৬ সালে মডেলিং শুরু করেন। এরপর ২০১০ সাল থেকে নিয়মিত অভিনয় শুরু করেন। কিন্তু হঠাৎ গত বছর এপ্রিল মাসে তিনি নাটক ও মডেলিং থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
 
Top