ফারহানা মিলি, farhana mili
মনপুরা খ্যাত অভিনেত্রী ফারহানা মিলিকে ইদানিং অভিনয়ে দেখতে পাওয়া যায় খুব কম। দীর্ঘদিন পর মিলি মুক্তিযুদ্ধের একটি নাটকে অভিনয় করলেন।
অবন্তী কাব্যের রচনা ও তাজু কামরুলের পরিচালনায় স্বাধীনতা দিবসের বিশেষ নাটক 'অনন্তের পাখিরা' নাটকে ফারহানা মিলিকে বীরাঙ্গনা 'তারা বিবি'র চরিত্রে দেখা যাবে। এ ধরনের একটি চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করে দারুন আনন্দিত তিনি।
এ প্রসঙ্গে মিলি বলেন, "কিছু কাজ করতে গেলে মনের ভেতর থেকে অভিনয় চলে আসে। পরিচালকের কাছে আমি বিশেষভাবে কৃতজ্ঞ আমাকে এই ধরনের একটি চরিত্রে কাজ করার সুযোগ করে দেয়ার জন্য। আমি যথাসাধ্য চেষ্টা করেছি আমার চরিত্রটি ফুটিয়ে তোলার জন্য। দর্শকের প্রতি বিশেষ অনুরোধ থাকবে নাটকটি দেখার জন্য।"
স্বাধীনতা দিবসে নাটকটি একুশে টিভিতে প্রচারিত হবে বলে জানা গেছে। নাটকে ফারহানা মিলির বিপরীতে অভিনয় করেছেন টুটুল।
 
Top