'তারকাঁটা' কার্যকরী হয় বাধা প্রদানের ক্ষেত্রে। কিন্তু নির্মাতা
মোস্তফা কামাল রাজ তার সবচেয়ে রেকর্ড সময়েই দ্রুত এই ছবির কাজ শুরু করতে
যাচ্ছেন। গত ২৫ জানুয়ারি ঢাকার এফডিসি ফ্লোর থেকে শুরু করে সাভার, উত্তরা,
নবাবপুর, নেত্রকোনায় শুটিং করলেন টানা একমাসেরও বেশি সময়। এখন অনেকটাই
নির্ভার তিনি।
তবে পরিকল্পনাগুলো আগে থেকেই গুছিয়ে রেখেছিলেন বলেই করতে পারলেন। মৌসুমী, আরেফিন শুভ আর মীমকে নিয়ে এই ছবিটি অনেকের ভেতরেই এরই মধ্যে দারুণ আগ্রহ তৈরি করেছে। সর্বশেষ নেত্রকোনা ঢাকায় ফিরে এডিটিং প্যানেলে ধারণকৃত দৃশ্যগুলো এখন দেখছেন। নিজের ক্লান্তি ভুলেই আবারও ছবিটির সবকিছু গোছানোর ব্যাপারে উদ্যোমী হয়েছেন তিনি।
মোস্তফা কামাল রাজ বলেন, 'নির্মাতা তার প্রতিটি ছবির ব্যাপারেই আশাবাদী থাকে। তবে 'তারকাঁটা'র অবস্থান ভিন্ন। এটা আমার অন্যরকম চ্যালেঞ্জ। ছবিটি শুটিং শুরু করার আগের প্ল্যানগুলো আমরা এতটাই গুছিয়ে রেখেছিলাম যে, আমরা শুটিং করার পর থেকে একটানা কোনো রকম ঝামেলা ছাড়াই শেষ করতে পেরেছি। আসলে এর পুরো কৃতিত্ব প্রডিউসারকে দিতে হয়। কোনো ডিরেক্টরের জন্য কোনো ছবি আটকে থাকে না। কারণ ডিরেক্টর ছবিটির মায়ের মতো। সন্তান সঠিক সময়ে ভুমিষ্ঠ করার জন্য প্রত্যেক নির্মাতা মুখিয়ে থাকে। আমাদের পক্ষ থেকে তাই অবহেলার প্রশ্ন আসে না। 'তারকাঁটা'র সেই সুবিধা ছিল বলেই অনেক সাবলীলভাবে আমরা কাজটা করতে পেরেছি।"
সম্প্রতি নির্মাণাধীন এই ছবির একটি গানে কণ্ঠ দিয়েছেন ভারতীয়
সঙ্গীতশিল্পী সুনিধি চৌহান। ‘বন্ধন’ শিরোনামের এই গানটি লিখেছেন কবির বকুল
এবং সঙ্গীতায়োজন করেছেন আরফিন রুমী। এদিকে কয়েকদিন আগে ‘তারকাঁটা’ ছবির
একটি আইটেম গানে কণ্ঠ দেন ভারতীয় সঙ্গীত শিল্পী মমতা শর্মা। ছবিটির সব
গানের সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন আরফিন রুমী। গানগুলো লিখেছেন কবির
বকুল, অনুরূপ আইচ, জাহিদ আকবর, জনি হক, মাহমুদ মানজুর ও আরফিন রুমী।
‘তারকাঁটা’ ছবির প্রধান প্রধান চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়িকা মৌসুমী, আরেফিন শুভ ও অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। এছাড়া অন্যান্য চরিত্রে অভিনয় করছেন আহমেদ শরীফ, হাসান মাসুদ, ডা. এজাজ, ফারুক আহমেদ, সোহেল খান, দিয়া চাষীসহ আরো অনেকে।
উল্লেখ্য, সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরই বাংলাদেশসহ আন্তর্জাতিক অঙ্গনে পিং পং এন্টারটেইনমেন্ট প্রযোজিত ‘তারকাঁটা’ ছবিটি মুক্তি দেয়া হবে।
তবে পরিকল্পনাগুলো আগে থেকেই গুছিয়ে রেখেছিলেন বলেই করতে পারলেন। মৌসুমী, আরেফিন শুভ আর মীমকে নিয়ে এই ছবিটি অনেকের ভেতরেই এরই মধ্যে দারুণ আগ্রহ তৈরি করেছে। সর্বশেষ নেত্রকোনা ঢাকায় ফিরে এডিটিং প্যানেলে ধারণকৃত দৃশ্যগুলো এখন দেখছেন। নিজের ক্লান্তি ভুলেই আবারও ছবিটির সবকিছু গোছানোর ব্যাপারে উদ্যোমী হয়েছেন তিনি।
মোস্তফা কামাল রাজ বলেন, 'নির্মাতা তার প্রতিটি ছবির ব্যাপারেই আশাবাদী থাকে। তবে 'তারকাঁটা'র অবস্থান ভিন্ন। এটা আমার অন্যরকম চ্যালেঞ্জ। ছবিটি শুটিং শুরু করার আগের প্ল্যানগুলো আমরা এতটাই গুছিয়ে রেখেছিলাম যে, আমরা শুটিং করার পর থেকে একটানা কোনো রকম ঝামেলা ছাড়াই শেষ করতে পেরেছি। আসলে এর পুরো কৃতিত্ব প্রডিউসারকে দিতে হয়। কোনো ডিরেক্টরের জন্য কোনো ছবি আটকে থাকে না। কারণ ডিরেক্টর ছবিটির মায়ের মতো। সন্তান সঠিক সময়ে ভুমিষ্ঠ করার জন্য প্রত্যেক নির্মাতা মুখিয়ে থাকে। আমাদের পক্ষ থেকে তাই অবহেলার প্রশ্ন আসে না। 'তারকাঁটা'র সেই সুবিধা ছিল বলেই অনেক সাবলীলভাবে আমরা কাজটা করতে পেরেছি।"
‘তারকাঁটা’ ছবির প্রধান প্রধান চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়িকা মৌসুমী, আরেফিন শুভ ও অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। এছাড়া অন্যান্য চরিত্রে অভিনয় করছেন আহমেদ শরীফ, হাসান মাসুদ, ডা. এজাজ, ফারুক আহমেদ, সোহেল খান, দিয়া চাষীসহ আরো অনেকে।
উল্লেখ্য, সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরই বাংলাদেশসহ আন্তর্জাতিক অঙ্গনে পিং পং এন্টারটেইনমেন্ট প্রযোজিত ‘তারকাঁটা’ ছবিটি মুক্তি দেয়া হবে।