মোস্তফা সরয়ার ফারুকী, mostofa sarwar farooki
'পিঁপড়েবিদ্যা' ছবিতে একজন গ্র্যাজুয়েট ছেলের মনে লোভ ঢুকলে সে কী করতে পারে তারই চিত্র তুলে ধরেছেন মোস্তফা সরয়ার ফারুকী। চিত্রগ্রহণ ও সম্পাদনা শেষে ছবিটি সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়েছে। যদিও ওই চিত্রগ্রহণ ও সম্পাদনা দুই বার করা হয়েছে।
প্রথমবার ছবিটি সম্পন্ন করা হয় দুবাই ফেস্টিভ্যালের প্রিমিয়ারের জন্য। এরপর ছবিটির বাংলাদেশি ভার্সনে যুক্ত হয় চিরকুট ব্যান্ডের গান 'লেজে রাখা পা'। গান তৈরি, সংযোজন ও পুনঃসম্পাদনার করে ছবিটি সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়েছে। আর দুই বার ওই সব কাজ করায় ছবিটি শেষ করতে এত দিন সময় লেগেছে। পরিচালক আশা করছেন, সেন্সরের আনুষ্ঠানিকতা শেষে ছবিটিকে শিগগিরই বাংলাদেশের দর্শকের জন্য মুক্তি দিতে পারবেন।
ইমপ্রেস টেলিফিল্মের এ ছবিতে অভিনয় করেছেন সিনা চৌহান, নবাগত নূর ইমরান মিঠু, মুকিত জাকারিয়া, মৌ দেবনাথ, সাব্বির হাসান লিখন, সামদানি ডনসহ অনেকে। সেন্সরের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর পরই ছবিটির মুক্তির প্রচারণা শুরু করা হবে। আর এই প্রচারণা নিয়ে পরিচালক নতুন ধরনের কিছু পরিকল্পনা নিয়েছেন বলে জানান। তবে, সেই পরিকল্পনা কেমন হবে সে সম্পর্কে এখনই কিছু বলতে নারাজ তিনি।
 
Top