ব্লানচেট, blanchet

অস্কারজয়ের পরেরদিন নিজের শরীরে উল্কি এঁকেছেন অভিনেত্রী কেইট ব্লানচেট।

অস্কার জয়ের আনন্দকে ধরে রাখতে এই উল্কি বা ট্যাটু এঁকেছেন ব্লানচেট।

ব্যাং শোবিজ জানায়, অস্কারের আসরের পরদিন সকালে তাকে দেখা গেছে স্বামীর সঙ্গে এক ট্যাটু স্টুডিও থেকে বের হতে। সঙ্গে ছিলেন বন্ধু এমি অ্যাডামস এবং তার বাগদত্ত ড্যারেন লেগালো।

নিউইয়র্ক পোস্ট জানায়, ‘শামরক সোশ্যাল ক্লাব ট্যাটু স্টুডিও’-তে নিজের হাতের কব্জিতে ট্যাটু করান ব্লানচেট। হলিউডের বিখ্যাত এই ট্যাটু পার্লারে এর আগে ট্যাটু করিয়েছেন অভিনেতা জনি ডেপ, গায়িকা লেডি গাগা এবং গায়ক হ্যারি স্টাইলস।

ব্লানচেটের সঙ্গে অ্যাডামসের বাগদত্ত ড্যারেন লেগালোকেও ট্যাটু করাতে দেখা গেছে। তবে তাদের শরীরের ঐ অংশ কাপড় দিয়ে পেঁচানো থাকায় দেখা যায়নি ট্যাটুর নকশা।

‘ব্লু জেসমিন’ সিনেমায় অভিনয় করে এ বছর সেরা অভিনেত্রীর অস্কার জিতে নেন ব্লানচেট।

উডি অ্যালেন পরিচালিত ‘ব্লু জেসমিন’ সিনেমার কাহিনি গড়ে উঠেছে একজন মধ্যবয়সী নারীকে ঘিরে, যেখানে মূল ভূমিকায় অভিনয় করেছেন ব্লানচেট।

সেরা অভিনেত্রী হিসেবে ক্যারিয়ারের প্রথম অস্কার পাওয়ার পর উচ্ছ¡সিত ব্লানচেট স¤প্রতি জানান, অস্কারের ট্রফি সঙ্গে নিয়ে ঘুমিয়েছেন তিনি!

অস্কার আসরের পরের দিন সকাল বেলা এলেন ডিজেনার্সের অনুষ্ঠানে এসে এ খবর জানান ব্লানচেট।

অস্ট্রেলিয়ান অভিনেত্রী ব্লানচেটের ক্যারিয়ার শুরু হয় ১৯৯২ সালে মঞ্চনাটকের মাধ্যমে।  ‘ব্যাবেল’, ‘নোটস অন আ স্ক্যান্ডাল’, ‘দ্য এভিয়েটর’-এর মতো সেরা কয়েকটি হলিউডি মুভিতে অভিনয় করেছেন ব্লানচেট।
 
Top