গ্রামীণ পটভূমিকায় নির্মিত ধারাবাহিক ‘নোয়াশাল’
সোমবার থেকে প্রচার শুরু হচ্ছে। কামরুল হাসানের রচনায় নাটকটি পরিচালনা
করেছেন মীর সাব্বির।
নাটকের গল্পে দেখা যাবে, মোহনপুর গ্রামের দুই প্রভাবশালী ব্যক্তি
শাহাবুদ্দিন এবং কুব্বত আলী। প্রথমজন ইট এবং দ্বিতীয়জন বালি ব্যবসায়ী।
শাহাবুদ্দিনের বাড়ি বরিশাল, কুব্বতের নোয়াখালী। পাশাপাশি বাস করা দুই
পরিবারের পারস্পরিক সম্পর্ক ও নানা দ্বন্দ্বের হাস্যরসাত্মক ঘটনা নিয়ে
এগিয়েছে এ ধারাবাহিকের গল্প।
শাহাবুদ্দিন চরিত্রে এটিএম শামসুজ্জামান এবং কুব্বতের চরিত্রে খায়রুল
আনাম সবুজ অভিনয় করছেন। তাদের সঙ্গে অন্যান্য চরিত্রে অভিনয় করছেন
চিত্রলেখা গুহ, ডলি জহুর, আলীরাজ, মীর সাব্বির, রওনক হাসান, ফারুক আহমেদ,
নাজনীন হাসান চুমকি, অহনা, নিশা প্রমুখ।
নাটকটি আরটিভিতে প্রতি সপ্তাহে সোম থেকে বুধবার রাত ৯ টা ৫ মিনিটে প্রচারিত হবে।