কলকাতার ছবিতে অভিনয় করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী
সিমলা। গত ১৩ জুন থেকে সিমলা কলকাতায় ছবির শুটিং শুরু করেছেন মুম্বাইয়ের
জনপ্রিয় নায়ক গোবিন্দর বিপরীতে। গীত সংগীত প্রোডাকশনের ব্যানারে পিন্টু দাস
প্রযোজিত ছবিটির নাম সমাধি। ছবিটি পরিচালনা করছেন দিপঙ্কর স্যান্যাল।
আগামীকাল পর্যন্ত ছবিটির প্রথম লটের শুটিং হবে। মিডিয়াকে সিমলা জানান,
‘কলকাতার ছবিতে কাজ করছি, এটা আমার জন্য সম্মানের। সেই সঙ্গে যার সঙ্গে কখনও ছবিতে কাজ করার কথা কল্পনা করিনি
সেই গোবিন্দর সঙ্গে একই ছবিতে কাজ করছি। সত্যিই এটা আমার জন্য অনেক বড়
পাওয়া। আমি যথাসাধ্য চেষ্টা করছি ছবিটিতে আমার চরিত্র যথাযথভাবে ফুটিয়ে
তুলতে।’ উল্লেখ্য, সিমলা অভিনীত রূপগাওয়াল ছবিটি আগামী ১২ সেপ্টেম্বর
মুক্তি পাওয়ার ব্যাপারে চূড়ান্ত ঘোষণা দেওয়া হয়েছে। এই ছবিতে তার বিপরীতে
আছেন নিলয়। এ ছাড়া তিনি শেষ করেছেন নেকাব্বরের মহাপ্রয়াণ ছবির কাজ।