২০১২ সালের ৬ ফেব্রুয়ারির ভারতের কলকাতার
পার্ক স্ট্রিট এলাকায় একটি মেয়ে ধর্ষণের শিকার হয়। ঘটনার প্রতিবাদ জানাতে
সেদিন কলকাতা শহরের রাস্তায় নেমে আসে লোকজন। সেই ঘটনার পর সরকারের মন্ত্রী
এবং কয়েকটি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা নড়েচড়ে বসেন। সেই ঘটনা ঘিরেই
গড়ে উঠেছে ‘ফিল্মি কাপল ক্রিয়েশন’র নতুন ছবি পার্ক স্ট্রিট। আরও ঠিক করে
বললে রাতের পার্ক স্ট্রিট। নিশিনিলয় থেকে মার্কামারা বাড়ি যেখানে ভালোবাসা,
যৌনতা আর অপরাধ হাত ধরাধরি করে চলে। পার্থ
মুখার্জির পরিচালনায় পার্ক স্ট্রিট প্রাণ পায় বাস্তবের রুক্ষ ভূমিতে।
অসাধারণ দক্ষতায় গল্পের জাল বুনে চলেন দেবযানী রায়। ছবির প্রযোজকও তিনি।
তাঁর কলমে ভর করেই আমরা ঢুকে পড়ব পার্ক স্ট্রিট-কাণ্ডের সেই রাতের ঘটনায়।
যেখানে একজন নারী ধর্ষিত হয় পুরুষের হাতে। শুধুই কি পুরুষ? এই সমাজ, এই
পরিবেশ, রাজনীতি, আমআদমি, নীতিজ্ঞান এবং আইনও ধর্ষক তার। সেই নারী কোন
ধর্মের, কী পেশা তার জানার দরকার নেই। সে ধর্ষিতা, কারণ তার একমাত্র পরিচয়,
সে নারী। রহস্যময় পার্ক স্ট্রিট অনেক প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেবে
দর্শকদের। নাড়া দেবে মূল্যবোধের অন্দরে। আর এই ছবিতে এখন অভিনয় করছেন
ফেরদৌস। ধর্ষিতা মেয়েটি সেদিন একজন সেলিব্রিটিকে ফোন করে ঘটনাটি জানায়। পরে
সেই ঘটনায় লোকটির ভূমিকা গুরুত্বপূর্ণ হয়েদাঁড়ায়। ছবিতে ফেরদৌস সেই
সেলিব্রিটির চরিত্রে অভিনয় করছেন এবং ছবিতে ফেরদৌস একটি হিন্দি গানের সঙ্গে
ঠোঁট মিলিয়েছেন। প্রিয় চট্টোপাধ্যায়ের কথায় সৌমিত্র কুণ্ড সুর দিয়েছেন এ
ছবির গানে। অভিনয়ে দোলন রায়, সুদীপ মুখার্জি, অমিতাভ ভট্টাচার্য, অভিরাজ,
অনিন্দ্য চ্যাটার্জি, শান্তনু বসু, রীতা কয়রাল প্রমুখ। অতিথি অভিনেতা রাজ।