amitabh-bachchan, waheeda-rahman, during-ndtv-solution-summit
জয়া ভাদুড়ীকে জীবনসঙ্গী না করলে ওয়াহিদা রহমানকেই জীবনসঙ্গী করতেন বলে জানালেন বলিউডের জনপ্রিয় অভিনেতা অমিতাভ বচ্চন। ১৯৭৩-এ জয়া ভাদুড়ীকে জীবনসঙ্গী করেছেন অমিতাভ বচ্চন। তবে জয়ার বদলে যদি আর কাউকে স্থানটি দিতে বলা হতো তাহলে ওয়াহিদা রহমানেরই মন জয় করতেন অমিতাভ বচ্চন। এতদিন মনের মাঝে লুকিয়ে রাখা এই গোপন খবরটি এবার প্রকাশ করে দিলেন এবার বিগ বি।
গত শনিবার বলিউডের একটি অনুষ্ঠানে উপস্থাপক অমিতাভ বচ্চনকে বলেন ‘এমন এক অভিনেত্রীর নাম করুন যাকে ভালোবেসে জড়িয়ে রাখার ইচ্ছে ছিল’। অমিতাভের তাৎক্ষনিক উত্তরটি ছিলো ‘ওয়াহিদা রহমান’!
অমিতাভের চেয়ে ৬ বছরের বড় প্রবীণা এই অভিনেত্রীকে অমিতাভ শ্রদ্ধা করেন তার আকর্ষণীয় ব্যক্তিত্ব ও অসাধারণ সৌন্দর্যের জন্য। ওয়াহিদা রহমান সম্পর্কে অমিতাভ রসিকতা করে বলেন 'এখন তো সম্ভব নয়, অনেক দেরি হয়ে গেছে!'
ওয়াহিদা রহমান অমিতাভের প্রিয় অভিনেত্রী। ওয়াহিদা রহমানের আছে ভারতীয় সৌন্দর্য্য ও সারল্য। তিনি আন্তরিক-স্বাভাবিক, কোমল ও সুন্দর। সেই সময়ে তার নজর কাড়ার সুযোগ পেলে কবিতা লিখেই তিনি জানিয়ে দিতেন মনের কথা গুলো।
 
Top