বাংলা চলচ্চিত্রের কালজয়ী ছবি সালাউদ্দিনের ‘রূপবান’ ছবির রূপবান চরিত্রে অভিনয় করেছিলেন সুজাতা। আর তাজেল-কন্যার ভূমিকায় চন্দনা। বাংলা চলচ্চিত্রের সবচেয়ে ব্যবসাসফল ছবির এই দুই তারকাকে প্রায় ৪০ বছর পর একসঙ্গে দেখা গেল ৩রা এপ্রিল জাতীয় চলচ্চিত্র দিবসে।
সুজাতা নিয়মিত অভিনয় করছেন। কিন্তু চন্দনা অভিনয় থেকে দূরে। তারপরও চলচ্চিত্রের প্রতি ভালবাসার টানে ছুটে এসেছিলেন জাতীয় চলচ্চিত্র দিবসের উৎসবে। উৎসব আয়োজকরা রূপবান ও তাজেল-কন্যাকে একসঙ্গে পেয়ে তাদের প্রাপ্ত সম্মান দিতে বিন্দুমাত্র ভুল করলেন না।
পুরনো দিনের সাংবাদিকরাও তাদের নিয়ে মেতে উঠলেন আড্ডায়। দুই কন্যার একসঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের দৃশ্যটি ক্যামেরাবন্দি করলেন আলোকচিত্রী সাংবাদিকরাও।
সুজাতা-চন্দনা দু’জনেই সংবাদমাধ্যমকে বলেন, খুবই ভাল লাগছে আজকের এই উৎসবে। সরকার আমাদের জন্য একটি দিবস নির্ধারণ করেছেন এটা অনেক গৌরবের বিষয়। আজকে এফডিসিতে এসে পুরনো দিনের কথাগুলো মনে পড়ছে। জমজমাট এফডিসি দেখে মনে হচ্ছে আগের দিনে ফিরে গেছি। সবার সঙ্গে দেখা হচ্ছে, খুব ভাল লাগছে।
 
Top