ইংরেজীতে
খুব পরিচিত একটি প্রবাদ রয়েছে ‘লাভ ইজ ব্লাইন্ড’। বাংলায় এর অনুবাদ করলে
দাঁড়ায়, ভালোবাসা অন্ধ। যার আক্ষরিক অর্থ বলতে বোঝায় ভালোবাসা কোনো
যুক্তি-তর্ক কিংবা হিসেব-নিকেশ কিছুই বোঝে না। হ্যাঁ, প্রেমে পড়লে মানুষ
তো কিছুটা অন্ধই হয়ে পড়ে ভালোবাসার মানুষটির ক্ষেত্রে। প্রিয় মানুষটির
দোষ-ত্রুটি কিছুই যেন তখন চোখে পড়ে না কিংবা পড়লেও কোনো মুখ্য ব্যাপার হয়
ওঠে না। ভালোবাসার মানুষটির সবকিছুই যেন সৌন্দর্য্যে পরিনত হয় তখন।
এ তো গেল প্রেমে পড়লে মানুষের মনের অবস্থার কথা। প্রেমে পড়তে কতটুকু সময়ের প্রয়োজন একজন মানুষের? দীর্ঘদিনের পরিচয়, মেলামেশা, বন্ধুত্ব, অতঃপর প্রেম? কিন্তু প্রথমেই বলে নিয়েছিলাম ভালোবাসা অন্ধ! আচ্ছা প্রথম দেখাতেই ভালোবাসা, যাকে বলে প্রথম দর্শনেই প্রেম, এটাও কি সম্ভব? সম্পুর্ন অচেনা একজন মানুষ যার সম্পর্কে কিছুই জানা নেই কিন্তু প্রথম দেখাতেই মনে হলো খুব আপন কেউ আপনার। হয়তো তাকে দেখার পর থেকে অন্য কিছুতেই মন বসাতে পারছেন না আপনি। যেটাই করতে যাচ্ছেন তার মুখচ্ছবিই যেন ভেসে আসছে আপনার চোখে? এটাকে কি ভালোবাসা বলা যায় নাকি শুধুই শারীরিক আকর্ষন?
অনেক তর্ক-বিতর্ক রয়েছে এ বিষয়ে। অনেকেই বিশাস করেন প্রথম দর্শনে ভালোবাসা সম্ভব এবং নিজেদের ব্যক্তিগত অভিজ্ঞতার বর্ননাও দিয়ে থাকেন। আবার অনেকের মতেই লাভ অ্যট ফার্স্ট সাইট কখোনই সম্ভব নয় এবং অনেক প্রশ্ন ও যুক্তিও দাঁড় করিয়ে ফেলেন এ বিষয়ে।
মোটামুটি দুটি দল রয়েছে এই ভালোবাসার ক্ষেত্রে। যারা মনে করেন ভালোবাসা হুট করে হবার কোনো বিষয় নয়,তাদের মতে একজন মানুষকে বুঝতে/জানতে সময়ের প্রয়োজন। যার সম্পর্কে আমি কিছুই জানি না তাকে আর যাই হোক ভালোবাসা যায় না। হয়তো প্রথম দেখায় শারীরিক আকর্ষন অনুভব করা যায় মাত্র। তবে এর বিপক্ষের পাল্লাটাও বেশ ভারী!
অধিকাংশ শিল্পী,কবি-সাহিত্যিকেরা কিন্তু প্রথম দর্শনে ভালোবাসা সম্ভবের পক্ষেই মত দিয়েছেন শুধু তাই নয়, অসংখ্য শিল্পও সৃষ্টি করেছেন এ বিষয়ে। সেক্সপীয়ার তার ‘টুয়েলফথ নাইট’ বইয়ে লিখেছিলেন “হু এভার লাভস, লাভস অ্যাট ফাস্ট সাইট” । অর্থাৎ ভালোবাসলে সেটা প্রথম দর্শনেই হবে! আরেক মনীষী বলেছিলেন ‘মেনি পিপল লাভ ইউ বিকজ দে আনডারস্ট্যান্ড ইউ। বাট আই ক্যান আনডারস্ট্যান্ড ইউ বিকজ আই লাভ ইউ’।
এরকম হাজারও অদ্ভুত সুন্দর কথা বলে গিয়েছেন শিল্পীরা ভালোবাসার প্রথম দর্শন নিয়ে। অসংখ্য গানও রয়েছে।স্যাভেজ গার্ডেনের গানে বলা হয়েছে 'আই নো আই লাভ ইউ বিফর আই হ্যাভ মেট ইউ’। কাইলি মিনোগী তার লাভ অ্যাট ফাস্ট সাইট গানে গেয়েছেন ‘হোয়েন আই হিয়ারড ইউ ফর দা ফার্স্ট টাইম আই নো উই ওয়ার মিন টু বি অ্যাজ ওয়ান’ আবার প্রথম দেখায় বাহ্যিক আকর্ষনের উপর ভিত্তি করে জেমস ব্লান্ট গেয়েছেন ‘ইউ আর বিউটিফুল’।
এ প্রজন্মের তরূন-তরূনীরা কি ভাবছেন এ বিষয়ে? জানতে চাইলাম সুযোগ পেয়েই।
বাংলাদেশ প্রকৌশল বিশবিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন করা ওয়াহিদের মতে, “প্রথম দর্শনে ভালোবাসা সম্ভব কিন্তু সেক্ষেত্রে শুধু বাহ্যিক বিষয়টাই মুখ্য হয়ে দাঁড়ায়। কারণ প্রথম দেখায় আমাদের বাহ্যিক চেহারা ছাড়া আর কিছুই বোঝা সম্ভব নয়।“
অন্যদিকে ঢাকা বিশবিদ্যালয়ের ৩য় বর্ষের ছাত্রী ইসরাত জাহানের মতে 'প্রথম দর্শনে ভালোবাসা কখনোই সম্ভব নয়, শুধুমাত্র ভালোলাগার বিষয় থাকে। ভালোলাগা আর ভালোবাসা কখনোই একই বিষয় নয়’।
আহসানউল্লাহ ইউনিভাসিটির ৪থ বর্ষের ছাত্র তন্ময়ের মতে 'প্রথম দেখায় ভালোবাসা সম্ভব কিন্তু বর্তমান সময়ে কেউ আর এটাকে সিরিয়াস হিসাবে দেখে সামনে এগোতে চায় না’।
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশের ৩য় বর্ষের ছাত্র সঞ্চয় বললেন 'আমার মতে প্রথম দেখায় শুধু পছন্দের বিষয়টা থাকে,এই ভালোলাগাকে ভালোবাসায় রূপ দিতে সময়ের প্রয়োজন। তাই আমার মতে লাইক অ্যাট ফার্স্ট সাইট সম্ভব, নট লাভ'।
বোঝা যাচ্ছে এখানেও বেশ মতভেদ রয়েছে। তবে যাই হোক না কেন ভালোবাসা যেহেতু সকল কিছুর ঊর্ধ্বে তাই কোনো সঠিক ব্যখা কিংবা সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না এ বিষয়ে। স্যাম লিভেনসনের ভাষায়,
"লাভ অ্যাট ফার্স্ট সাইট ইজ ইজি টু আনডারস্টান্ড। ইটস হোয়েন টু পিপল হ্যাভ বিন লুকিং টু ইচ আদার ফর এ লাইফ টাইম, দ্যাট ইট বিকামস এ মিরাকল’ ।
তাই লভেনসনের মতোই বলতে হয় থাক না কিছু জিনিস মিরাকল পৃথিবীতে। সব কিছুর ব্যাখা থাকলে জীবন তো হয়ে যাবে একঘেয়ে আর চির নির্দিষ্ট।
এ তো গেল প্রেমে পড়লে মানুষের মনের অবস্থার কথা। প্রেমে পড়তে কতটুকু সময়ের প্রয়োজন একজন মানুষের? দীর্ঘদিনের পরিচয়, মেলামেশা, বন্ধুত্ব, অতঃপর প্রেম? কিন্তু প্রথমেই বলে নিয়েছিলাম ভালোবাসা অন্ধ! আচ্ছা প্রথম দেখাতেই ভালোবাসা, যাকে বলে প্রথম দর্শনেই প্রেম, এটাও কি সম্ভব? সম্পুর্ন অচেনা একজন মানুষ যার সম্পর্কে কিছুই জানা নেই কিন্তু প্রথম দেখাতেই মনে হলো খুব আপন কেউ আপনার। হয়তো তাকে দেখার পর থেকে অন্য কিছুতেই মন বসাতে পারছেন না আপনি। যেটাই করতে যাচ্ছেন তার মুখচ্ছবিই যেন ভেসে আসছে আপনার চোখে? এটাকে কি ভালোবাসা বলা যায় নাকি শুধুই শারীরিক আকর্ষন?
অনেক তর্ক-বিতর্ক রয়েছে এ বিষয়ে। অনেকেই বিশাস করেন প্রথম দর্শনে ভালোবাসা সম্ভব এবং নিজেদের ব্যক্তিগত অভিজ্ঞতার বর্ননাও দিয়ে থাকেন। আবার অনেকের মতেই লাভ অ্যট ফার্স্ট সাইট কখোনই সম্ভব নয় এবং অনেক প্রশ্ন ও যুক্তিও দাঁড় করিয়ে ফেলেন এ বিষয়ে।
মোটামুটি দুটি দল রয়েছে এই ভালোবাসার ক্ষেত্রে। যারা মনে করেন ভালোবাসা হুট করে হবার কোনো বিষয় নয়,তাদের মতে একজন মানুষকে বুঝতে/জানতে সময়ের প্রয়োজন। যার সম্পর্কে আমি কিছুই জানি না তাকে আর যাই হোক ভালোবাসা যায় না। হয়তো প্রথম দেখায় শারীরিক আকর্ষন অনুভব করা যায় মাত্র। তবে এর বিপক্ষের পাল্লাটাও বেশ ভারী!
অধিকাংশ শিল্পী,কবি-সাহিত্যিকেরা কিন্তু প্রথম দর্শনে ভালোবাসা সম্ভবের পক্ষেই মত দিয়েছেন শুধু তাই নয়, অসংখ্য শিল্পও সৃষ্টি করেছেন এ বিষয়ে। সেক্সপীয়ার তার ‘টুয়েলফথ নাইট’ বইয়ে লিখেছিলেন “হু এভার লাভস, লাভস অ্যাট ফাস্ট সাইট” । অর্থাৎ ভালোবাসলে সেটা প্রথম দর্শনেই হবে! আরেক মনীষী বলেছিলেন ‘মেনি পিপল লাভ ইউ বিকজ দে আনডারস্ট্যান্ড ইউ। বাট আই ক্যান আনডারস্ট্যান্ড ইউ বিকজ আই লাভ ইউ’।
এরকম হাজারও অদ্ভুত সুন্দর কথা বলে গিয়েছেন শিল্পীরা ভালোবাসার প্রথম দর্শন নিয়ে। অসংখ্য গানও রয়েছে।স্যাভেজ গার্ডেনের গানে বলা হয়েছে 'আই নো আই লাভ ইউ বিফর আই হ্যাভ মেট ইউ’। কাইলি মিনোগী তার লাভ অ্যাট ফাস্ট সাইট গানে গেয়েছেন ‘হোয়েন আই হিয়ারড ইউ ফর দা ফার্স্ট টাইম আই নো উই ওয়ার মিন টু বি অ্যাজ ওয়ান’ আবার প্রথম দেখায় বাহ্যিক আকর্ষনের উপর ভিত্তি করে জেমস ব্লান্ট গেয়েছেন ‘ইউ আর বিউটিফুল’।
এ প্রজন্মের তরূন-তরূনীরা কি ভাবছেন এ বিষয়ে? জানতে চাইলাম সুযোগ পেয়েই।
বাংলাদেশ প্রকৌশল বিশবিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন করা ওয়াহিদের মতে, “প্রথম দর্শনে ভালোবাসা সম্ভব কিন্তু সেক্ষেত্রে শুধু বাহ্যিক বিষয়টাই মুখ্য হয়ে দাঁড়ায়। কারণ প্রথম দেখায় আমাদের বাহ্যিক চেহারা ছাড়া আর কিছুই বোঝা সম্ভব নয়।“
অন্যদিকে ঢাকা বিশবিদ্যালয়ের ৩য় বর্ষের ছাত্রী ইসরাত জাহানের মতে 'প্রথম দর্শনে ভালোবাসা কখনোই সম্ভব নয়, শুধুমাত্র ভালোলাগার বিষয় থাকে। ভালোলাগা আর ভালোবাসা কখনোই একই বিষয় নয়’।
আহসানউল্লাহ ইউনিভাসিটির ৪থ বর্ষের ছাত্র তন্ময়ের মতে 'প্রথম দেখায় ভালোবাসা সম্ভব কিন্তু বর্তমান সময়ে কেউ আর এটাকে সিরিয়াস হিসাবে দেখে সামনে এগোতে চায় না’।
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশের ৩য় বর্ষের ছাত্র সঞ্চয় বললেন 'আমার মতে প্রথম দেখায় শুধু পছন্দের বিষয়টা থাকে,এই ভালোলাগাকে ভালোবাসায় রূপ দিতে সময়ের প্রয়োজন। তাই আমার মতে লাইক অ্যাট ফার্স্ট সাইট সম্ভব, নট লাভ'।
বোঝা যাচ্ছে এখানেও বেশ মতভেদ রয়েছে। তবে যাই হোক না কেন ভালোবাসা যেহেতু সকল কিছুর ঊর্ধ্বে তাই কোনো সঠিক ব্যখা কিংবা সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না এ বিষয়ে। স্যাম লিভেনসনের ভাষায়,
"লাভ অ্যাট ফার্স্ট সাইট ইজ ইজি টু আনডারস্টান্ড। ইটস হোয়েন টু পিপল হ্যাভ বিন লুকিং টু ইচ আদার ফর এ লাইফ টাইম, দ্যাট ইট বিকামস এ মিরাকল’ ।
তাই লভেনসনের মতোই বলতে হয় থাক না কিছু জিনিস মিরাকল পৃথিবীতে। সব কিছুর ব্যাখা থাকলে জীবন তো হয়ে যাবে একঘেয়ে আর চির নির্দিষ্ট।