হাল আমলে বলিউডে রগরগে দৃশ্যের রেওয়াজ যেন দিন দিন বেড়েই চলেছে। কিন্তু এসব দেখার দ্বায়িত্ব যাদের, সেই সেন্সর বোর্ড তো আর চোখে কালো কাপড় বেঁধে থাকতে পারে না। তাই এবার থেকে তারা কিছুটা রক্ষণশীলতার ভূমিকায় অবতীর্ণ হচ্ছে। অর্থাৎ কাঁচি চালাচ্ছে এসব রগরগে দৃশ্যে।
বিতর্কিত অভিনেত্রী সানি লিওনের ‘রাগিনী এমএমএস-২’ এ পরিচালককে বেশ কিছু দৃ্শ্য কাটছাঁট করতে হয়েছে। আর যেগুলো কাটছাট করলে সিনেমার চিত্র বিন্যাসের ছন্দপতন হয় সেসব দৃশ্য ঝাপসা করে দেওয়া হয়েছে।
নতুন খবর হলো, মুক্তির অপেক্ষায় সেন্সরে জমা পড়া নতুন সিনেমা ‘এক্সপোজ’ এ সাবেক মিস ইন্ডিয়া জয়া আফরোজের আপত্তিকর দৃশ্যের ছবি দেখে নাক কুঁচকেছেন সেন্সর বোর্ডের কর্তারা। জয়ার এতো খেলামেলা হওয়াটাকে মেনে নিতে পারছেন না তারা। ফলে ‘এক্সপোজ’ সিনেমার পরিচালককে তলব করে বলে দেয়া হলো জয়ার বিবসনার দৃশ্যগুলো যেন ঝাপসা করে দেয়া হয়।