তাহসান, tahsan
এ সময়ের জনপ্রিয় তারকাদের অন্যতম, গান ছাড়াও সাবলীল অভিনয় শৈলী দিয়ে নজর কাড়তে সক্ষম হন তাহসান খান। মাঝে বেশ কিছু দিন গান থেকে দূরে থাকলেও ফিরে এসেছিলেন নিজের চির চেনা মাধ্যমটিতে।হঠাৎ-ই কোনরকম ইঙ্গিত ছাড়াই সঙ্গীত ভুবন থেকে নিজেকে সরিয়ে নেয়ার কথা জানান তিনি। তাঁর ফেসবুক পেজে ঘোষণা করেন সংগীত থেকে অবসর নেয়ার কথা। আর তাঁর এই সিদ্ধান্তের পর ঝড় ওঠে ভক্ত শ্রোতাদের মধ্যে। তবে এমন সিদ্ধান্ত কেনই বা নিতে হলো তাকে? কারণ পরিষ্কার করে এতদিন না জানালেও ভক্ত শ্রোতাদের চাপের মুখে এবার কারণটি খুলে বললেন তাহসান খান। আরেকটি স্ট্যাটাস দিলেন ফেসবুকে। ভক্তদের জন্য সেটা আমরা অনুবাদ করে তুলে দিচ্ছি।

ভক্তদের উদ্দেশ্যে তাহসান
"আপনাদের অনেকেই জানতে আগ্রহী যে কেন আমি হঠাৎ গানের জগৎ থেকে বিরতি নিচ্ছি। বিশেষ করে যখন আমার একটি এলবাম বাজারে হিটের পথে। তবে আমার উত্তরটা খুব একটা সন্তুষ্টজনক নাও হতে পারে। যে কারণে এ ব্যাপারে আমি আমার অনুভুতিটুকু প্রকাশে বিরত ছিলাম। এমনকি বিশ্বকাপের ওপেনিং নিয়েও আমি নাড়াচাড়া করতে চাচ্ছিলাম না। তবে আপনাদের অনেকেই এখন দাবি করছেন পুরো ব্যাপারটি জানার আপনারা অধিকার রাখেন।
অডিও প্রতিষ্ঠান বলে, মানুষ সিডি কেনে না আর তাই আমরা বিনিয়োগ করতে পারি না।
রেডিও প্রতিষ্ঠানগুলো বলে, অন্যান্য দেশের রেডিও’ র মতো আমরা গানের জন্য সম্মানী দেই না। আমরা যে আপনার গানের প্রচার করি সেটা নিয়ে সন্তুষ্ট থাকা উচিৎ।
প্রোমোটাররা বলে, মানুষ শুধুমাত্রও বিদেশি তারকাদের কনসার্ট দেখতে আসে দেশিদের না। কাজেই আমরা কেন দেশিদের প্রচার করব?
এক সাংবাদিক বলেন, এইসব তথাকথিত লেজেন্ডদের বস্তা পচা পুরানো গান আর কতই শুনবে মানুষ, তাই ওপেনিংয়ের দিন রাতের স্লটে একটি একটি করে গান গাইতে দিয়েছে, ঠিকই করেছে।
বাচ্চু ভাই বলেন, তালি জমিয়ে রাখেন ওদের জন্য।
শাফিন ভাই বলেন, বাচ্চু আমাদের মিউজিক ইন্ডাস্ট্রির...।
সাধারণ জনগন বলে, সিডিউলের ব্যাপারটি জানার পরপরই তাদের এটার বিরোধিতা করা উচিত ছিল। এখন কেন এসব নিয়ে মাতামাতি করছে। তারা খুব ভালো করেই বুঝতে পেরেছিল এটা এ আর রহমান এবং একনের কনসার্ট ছিল।
এখন কথা হল, আমাদের পুরো মিউজিক ইন্ডাস্ট্রি এখন কালো মেঘে ঢাকা। এবং এ থেকে উত্তরণে কাউকে না কাউকে পদক্ষেপটি নিতেই হবে। আর তাই আমি সেই পদক্ষেপ হিসেবে নিজেকে সঙ্গীত ভুবন থেকে আড়াল করে নিলাম। তবে চিন্তার কিছু নেই। খুব শীঘ্রই আমি আবার ফিরে আসব। এবং সব কিছু ঠিক করে তবে আসব। কেননা সত্যের জয় অবধারিত।"
 
Top