এ দেশের ব্যান্ড সংগীতের ইতিহাসের শুরুর দিকের ব্যান্ড সোলস। অনেক গুলো গানের মধ্যে ‘মন শুধু মন ছুঁয়েছে’ গানটি পায় ব্যাপক জনপ্রিয়তা। তবে নতুন নতুন গান উপহার না দিতে পারলেও দর্শকদের সোলস গানহীন রাখবেন না। সোলস ব্যান্ডের জনপ্রিয় গানগুলো নতুন করে তৈরি হচ্ছে। এরই মধ্যে শুরু হয়েছে রেকর্ডিংয়ের কাজ।
সোলসের সদস্য পার্থ বড়ুয়া জানান, দুই সিডির এই অ্যালবামের নাম সোলস গোল্ড। আর গানগুলোর রেকর্ডিংয়ে সোলসের সাবেক সদস্যদের অনেকেই অংশ নেবেন। জানা গেছে, মূল সুর ঠিক রেখে সব কটি গানেই নতুন করে কণ্ঠ দেওয়া হচ্ছে, থাকছে নতুন সংগীতায়োজন।
পার্থ বড়ুয়া বলেন, "সোলসের গানগুলোর সংগ্রহশালা তৈরি করছি আমরা। আমাদের বিশ্বাস, গানগুলো আগামী প্রজন্মকে ছুঁয়ে যাবে।"
সোলসের নতুন অ্যালবাম প্রসঙ্গে পার্থ বড়ুয়া বলেন, এ বছরই সোলসের মৌলিক গানের নতুন অ্যালবাম শ্রোতাদের হাতে তুলে দেওয়া হবে। সেভাবেই সব কাজ এগোচ্ছে।
এদিকে শিল্পীদের মেধাস্বত্বের মূল্যায়ন করার ব্যাপারে উদ্যোগী ভূমিকা নিয়েছে সোলস। সম্প্রতি সোলসের জনপ্রিয় গান ‘মন শুধু মন ছুঁয়েছে’ ব্যবহার করা হয়েছে তাহসান ও তিশা অভিনীত নতুন একটি বিজ্ঞাপনচিত্রে। এই বিজ্ঞাপনচিত্র থেকে প্রাপ্ত অর্থ গত রোববার রাতে গানটির গীতিকার ও সুরকার নকীব খানের হাতে তুলে দেন সোলসের সদস্যরা।
পার্থ বলেন, "আমাদের দেশে কণ্ঠশিল্পীরা সব সুবিধা পান। গীতিকার ও সুরকার কিন্তু গানের স্বত্বাধিকারী। এ বার্তা দেওয়াই আমাদের উদ্দেশ্য।"
নকীব খান বলেন, "গানটি সোলসের হলেও গীতিকার-সুরকার হিসেবে তারা আমাকে সম্মান দিয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। গানটি তৈরি করেছিলাম ১৯৭৮ সালে।
 
Top