রণবীর কাপুর, ranobir kapoor
এতদিন রণবীর কাপুরকে সবাই রোমান্টিক ‘চকলেট বয়’ হিসেবেই চিনতেন। তবে এবার রণবীর তার চরিত্রের সেই ভদ্রোচিত খোলস থেকে বেরিয়ে আসছেন। আর সেটা অনুরাগ ক্যাশভের ‘বোম্বে ভেলবেট’ এ। ভারতের ইতিহাসবেত্তা জ্ঞান প্রকাশের বই ‘মুম্বাই ফেবলসে’র ছায়া অবলম্বনে সিনেমাটি নির্মিত হচ্ছে। যেখানে মুম্বাই শহরের গোড়াপত্তন, প্রেম-ভালোবাসা, লোভ-লালসা, অপরাধ এবং ‘জ্যাজ মিউজিকের প্রসার দেখা যাবে। সিনেমাটিতে রণবীবের চরিত্র অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদী মানুষের বিমূর্ত প্রতীক। এর আগে এমন চরিত্রে রণবীরকে দেখা যায়নি।
সোমবার সন্ধ্যায় অনুরাগ ‘বোম্বে ভেলবেট’ এর একটি গুরুত্বপূর্ণ দৃশের চিত্রায়ন করেন। দৃশ্যটি নেয়া হয় মুম্বাইয়ে দাদার রেলস্টেশনে।
‘বোম্বে ভেলবেট’ এ রণবীরের প্রেমিকা হিসেবে দেখা যাবে আনুশকা শর্মাকে। সিনেমাটিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছে করণ জোহর।
গেল বছরের ক্রিসমাস ডে’তে সিনেমাটি মুক্তি দেওয়ার কথা থাকলেও তা পিছিয়ে যায়। এ বছরের সুবিধাজনক কোন এক সময়ে ‘বোম্বে ভেলবেট’ মুক্তি পাওয়ার কথা রয়েছে।
তথ্য সূত্র: টাইমস অব ইন্ডিয়া
 
Top