চির চেনা রূপে ফিরে আসছেন অক্ষয় কুমার। তাও আবার চির চেনা পরিচালকের হাত ধরে।
নীরাজ পাণ্ডের পরিচালনায় থ্রিলারে ফিরতে চলেছেন অক্ষয় কুমার। এখানেই শেষ
নয়, রয়েছে বড় চমক।
বলিউডের এই অ্যাকশন হিরোকে দেখা যাবে দুই নায়িকার সাথে রোমান্স করতে। তবে প্রশ্ন হল এই দুই নায়িকা কারা? বরাবরই নায়িকা নিয়ে গোপনীয়তা বজায় রাখতে গিয়ে শেষমেশ আর তা সম্ভবপর হল পরিচালকের। জানিয়ে দিলেন, অক্ষয়ের বিপরীতে প্রধান নায়িকা চরিত্রে দেখা যাবে ‘চশমে বদ্দুর’ খ্যাত তাপসী পান্নুকে।
তবে দ্বিতীয় নায়িকাটি কে হতে যাচ্ছেন- এমন চিন্তায় মগ্ন পরিচালক নিজেও। প্রথমজনকে ইতোমধ্যেই ঠিক করে ফেললেও দ্বিতীয় নায়িকার নাম এখনো ঠিক করা হয়নি।
উল্লেখ্য, সিনেমাতে অক্ষয় এবং তাপসীকে দেখা যাবে আন্ডার-কভার এজেন্টের চরিত্রে। ছবির শ্যুটিং শুরু হতে চলেছে আগামী মে মাস থেকে। এই সিনেমার শ্যুটিং নেপাল ও ইস্তানবুলের বিভিন্ন লোকেশনে করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বলিউডের এই অ্যাকশন হিরোকে দেখা যাবে দুই নায়িকার সাথে রোমান্স করতে। তবে প্রশ্ন হল এই দুই নায়িকা কারা? বরাবরই নায়িকা নিয়ে গোপনীয়তা বজায় রাখতে গিয়ে শেষমেশ আর তা সম্ভবপর হল পরিচালকের। জানিয়ে দিলেন, অক্ষয়ের বিপরীতে প্রধান নায়িকা চরিত্রে দেখা যাবে ‘চশমে বদ্দুর’ খ্যাত তাপসী পান্নুকে।
তবে দ্বিতীয় নায়িকাটি কে হতে যাচ্ছেন- এমন চিন্তায় মগ্ন পরিচালক নিজেও। প্রথমজনকে ইতোমধ্যেই ঠিক করে ফেললেও দ্বিতীয় নায়িকার নাম এখনো ঠিক করা হয়নি।
উল্লেখ্য, সিনেমাতে অক্ষয় এবং তাপসীকে দেখা যাবে আন্ডার-কভার এজেন্টের চরিত্রে। ছবির শ্যুটিং শুরু হতে চলেছে আগামী মে মাস থেকে। এই সিনেমার শ্যুটিং নেপাল ও ইস্তানবুলের বিভিন্ন লোকেশনে করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।