অগ্নিবীণার, agnibina
জি সিরিজের সহযোগী প্রতিষ্ঠান ‘অগ্নিবীণা’ থেকে নতুন পাঁচটি অ্যালবাম প্রকাশিত হয়েছে। প্রকাশিত অ্যালবাম গুলো হলো, ক্লোজআপ ওয়ান তারকা সালমার একক ‘স্বপ্ন উড়াইলা’, লালনকে নিয়ে বিউটির একক ‘দু’চোখেতে লালন আমার’, অভী’র একক ‘সুমন ফিচারিং অভী’ ও তারেকের একক ‘বুকের মাঝে ব্যথা’ এবং তারেক মঞ্জু’র দ্বৈত অ্যালবাম ‘যুগে যুগে সুখে’। শনিবার রাজধানীর একটি রেস্তোরাঁয় অ্যালবামের মোড়ক উন্মোচন করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক আইন উপদেষ্টা হাসান আরিফ, সাবেক তথ্য সচিব নাজমুল আহসান, শিক্ষা যুগ্ম সচিব বনমালী ভৌমিক, প্রিন্স মাহমুদ, রাশেদ উদ্দিন তপু ও জি সিরিজ-অগ্নিবীণা’র কর্ণধার নাজমুল হক ভুইয়া।
 
Top