প্রসূন রহমানের রচনা ও পরিচালনায় আগামীকাল রাত ১০ টায় চ্যানেল নাইনে প্রচারিত হবে খণ্ড নাটক ‘শেষ পাতা’। নাটকটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নওশাবা। নওশাবা ছাড়াও শেষ পাতায় অভিনয় করেছেন শশী ও আজাদ আবুল কালাম।
বিশ্ব সাহিত্যের অন্যতম গল্পকার ও হেনরির ছোটগল্প অবলম্বনে ‘শেষ পাতা’ নাটকটির কাহিনি চিত্রায়িত হয়েছে। যেখানে তিনজন চিত্রশিল্পীর অন্তর্গত মনস্তত্ত নিয়ে রসায়ন তৈরি হয়েছে।
নাটকটির গল্প এরকম, সুহিন ও শারমিন নামে দুই বন্ধু থাকে শহরতলীর একটি বাড়িতে। দুজনেই চিত্রশিল্পী এবং অবিবাহিতা। পত্রিকার পাতায় ইলাস্ট্রেশন করে চলে তাদের যৌথজীবন। একদিন হঠাৎ অসুস্থ’ হয়ে পড়ে সুহিন। অসুস্থ অবস্থায় জানালার ওপারে, পাশের বাড়ির দেয়ালে আবিস্কার করে একটি ফার্ণ গাছ। সুহিন দেখে একটি একটি করে গাছের পাতাগুলো কী করে ঝরে পড়ছে।
সুহিন ভাবে, যেদিন গাছের শেষপাতাটি ঝরে পড়বে সেদিন সেও এই পৃথিবীতে আর থাকবেনা। তার ভাবনা একসময় বিশ্বাসে পরিণত হয়। ডাক্তারের চিকিৎসা, বন্ধূ শারমিনের সেবা, প্রতিবেশী এক পুরুষ শিল্পীর প্রণোদনা কিছুই তাকে আর জাগিয়ে তুলতে পারেনা।
যেন সেই গাছের পাতা আর তার জীবন একই সুতোয় বাধাঁ পড়ে আছে। ঝরতে ঝরতে গাছের পাতাগুলো কমে আসে, সুহিনও জীবনের মায়া ক্রমশ ছাড়িয়ে যায়। যেদিন শেষ দুটি পাতা অবশিষ্ট থাকে সে রাতে খুব ঝড় হয়। সুহিন ভাবে এই তার জীবনের শেষ রাত। কিন্তু সকালে যখন ঘুম ভাঙ্গে, দেখা যায়, শেষ পাতাটি তখনো অবশিষ্ট রয়েছে।
সুহিনের ভুল ভাঙ্গে, আবার বেঁচে থাকার স্বপ্ন ফিরে পায়। যখন স্বাভাবিক হয়ে আবার জীবনের ডাকে সারা দেয়, আবার ছবি আঁকতে শুরু করে, তখন শারমিন এসে জানায়, সে যেই পাতাটি এতদিন দেখছে এটি আসলে রঙতুলি দিয়ে আঁকা তৈলচিত্র ছাড়া কিছু নয়। ঝড়বৃষ্টির সেই রাতে প্রতিবেশী এক শিল্পী তার জীবন দিয়ে জীবনের শ্রেষ্ঠ চিত্রটি একে রেখে গেছেন সেই দেয়ালে।
 
Top