মেহজাবীন, mehjabin
লাক্স চ্যানেল আই সুন্দরী প্রতিযোগিতা' দিয়েই মিডিয়ায় তার পদার্পণ। এরপর আর বসে থাকতে হয়নি এই তারকাকে। প্রিয়দর্শিনী এই মডেল এখন পুরোদস্তুর একজন অভিনেত্রী। নাটক বিজ্ঞাপনে সমান তালে কাজ করে যাচ্ছেন। তবে আর চিরচেনা 'লাক্স চ্যানেল আই সুন্দরী প্রতিযোগিতা-২০১৪'খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে। তবে কি আর বসে থাকতে পারেন তিনি!
এ বিষয়টি জানান দিতেই এর প্রমোশনাল বিজ্ঞাপনে মডেল হয়েছেন জনপ্রিয় লাক্সতারকা মেহজাবীন চৌধুরী। বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন প্রখ্যাত বিজ্ঞাপন নির্মাতা অমিতাভ রেজা। গত মঙ্গলবার বিজ্ঞাপনটির শুটিং সম্পন্ন হয়েছে।
নতুন বিজ্ঞাপনটিতে কাজ প্রসঙ্গে মেহজাবীন চৌধুরী বলেন, "২০০৯ সালে লাক্স চ্যানেল আই সুন্দরী প্রতিযোগিতায় আমি চ্যাম্পিয়ন হয়েছিলাম। এটাই আমার জীবনের সবচেয়ে বড় অর্জন। এ প্রতিযোগিতার কারণেই আজ আমি তারকাখ্যাতি লাভ করেছি। এবার এর প্রমোশনাল বিজ্ঞাপনে মডেল হয়ে ভীষণ ভালো লাগছে। আশা করি, বিজ্ঞাপনটি দর্শকদের ভালো লাগবে।'"
এ বিজ্ঞাপনে 'লাক্স চ্যানেল আই সুন্দরী প্রতিযোগিতা-২০১৪' এ অংশগ্রহণের জন্য প্রতিযোগীদের আহ্বান জানানো হবে। এছাড়াও থাকবে নানা চমক। আগামী ১৭ কিংবা ১৮ এপ্রিল থেকে বিজ্ঞাপনটির প্রচার শুরু হবে।
এদিকে গত ৮ এপ্রিল রাতে মেহজাবীন সেরা মডেল হিসেবে কালচারাল জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি) থেকে পুরস্কৃত হয়েছেন। মোস্তফা সরয়ার ফারুকী নির্দেশিত বাংলালিংকের বিজ্ঞাপনে কাজ করে এ পুরস্কার পান তিনি।
মেহজাবীন বলেন, "মনোনীত হওয়ার পর থেকেই মনের ভেতর কেমন যেন একটা ভয় ভয় কাজ করছিল। কিন্তু পুরস্কারটি যখন হাতে পেলাম; তখন এতোটাই খুশি হয়েছি যে বলে বুঝাতে পারব না।"
এদিকে মেহজাবীন সর্বশেষ আদনান আল রাজীবের 'গ্ল্যাক্সোজ ডি'র বিজ্ঞাপনে ক্রিকেটার নাসির হোসেনের সঙ্গে মডেল হয়েছেন। বিজ্ঞাপনটি এখন বিভিন্ন চ্যানেলে নিয়মিত প্রচার হচ্ছে। মেহজাবীন সর্বশেষ ইরানী বিশ্বাসের পরিচালনায় নিশোর সঙ্গে জুটিবদ্ধ হয়ে 'নীলার অপমৃত্যু' নাটকে অভিনয় করেন।
 
Top