ছোটপর্দা দিয়ে শুরু করলেও উদ্দেশ্য একটাই- "রূপালীপর্দা"। কবরী, ববিতা, শাবানার মতো অভিনেত্রী হতে চান তারা। তাদের মতো হওয়া অসম্ভব হলেও তাদের কাছাকাছি যেতে যান তারা। বয়স যতই হোক, সব অভিনেত্রীরই চিত্রনায়িকা হওয়ার ইচ্ছা রয়েছে। এ ধরনের ইচ্ছার বাইরে নন ফারাহ রুমা কিংবা নওশীন। আবার অনেকে তরুণ বয়সে দু'একটি ছবির নায়িকা হয়েছেন। কিন্তু তাতেও মনের পিপাসা নিবৃত হয়নি। তাই তারুণ্যের মধ্যপ্রান্তে এসেও চিত্রনায়িকা হওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করছেন তারা। এ তালিকায় রয়েছেন- মম, শশী ও বিন্দু।
বিন্দু

বিন্দু, bindu
ক্যারিয়ারের শুরুর দিকে 'দারুচিনি দ্বীপ', 'জাগো' ও 'পিরিতির আগুন জ্বলে দ্বিগুণ' ছবিতে অভিনয় করেন বিন্দু। কিন্তু তারপরও তার চলচ্চিত্রে অভিনয়ের আকাঙ্ক্ষা থেকেই গেছে। তারই ধারাবাহিকতায় বছর কয়েক আগে 'এই তো প্রেম' ছবির শুটিং শুরু করেন বিন্দু। সোহেল আরমান পরিচালিত এ ছবির কাজ কিছুদিন আগে শেষ হয়েছে। ডিজিটাল ফরম্যাটে নির্মিত এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন শাকিব খান। আসন্ন ঈদে ছবিটি মুক্তি পাবে বলে জানা গেছে। ছবিটি নিয়ে দারুণ আশাবাদী বিন্দু।
ফারাহ রুমা

ফারাহ রুমা, farha ruma
ছোটপর্দায় প্রিয়মুখ ফারাহ রুমা ক্যারিয়ারের শুরু থেকেই চলচ্চিত্রে নিয়মিত হতে চেয়েছিলেন। কিন্তু বারবার তাকে হোঁচট খেতে হয়েছে। তবে তাতেও হতাশ হননি। বছর তিনেক আগে নার্গিস আক্তারের 'পুত্র এখন পয়সাওয়ালা'য় অভিনয়ের সুযোগ পান তিনি। কিছুদিনের মধ্যেই ছবিটি মুক্তি পাবে। বর্তমানে এ ছবির জন্যই অপেক্ষার প্রহর গুনছেন তিনি।
নওশীন

নওশীন, naoshin
প্রিয়দর্শিনী অভিনেত্রী নওশীনের 'সুয়াচান পাখি'র কাজ দীর্ঘদিন ধরে আটকে রয়েছে। তবে শঙ্খ দাশগুপ্তের 'হ্যালো অমিত' ছবিটি ইতোমধ্যেই ছাড়পত্র পেয়েছে। অন্যদিকে তিনি ডায়েল রহমানের 'দুদু মিয়া' ছবির নিয়মিত শুটিং করছেন। নওশীন আশা করেন, তিনটি ছবিই এ বছর মুক্তি পাবে। আর তা হলে, তার চিত্রনায়িকা হওয়ার স্বপ্নটি ভালোভাবেই পূরণ হবে।
জাকিয়া বারী মম

জাকিয়া বারী মম, zakia bari momo, momo
২০০৬ সালে লাক্স-সুপারস্টার প্রতিযোগিতায় প্রথম হয়ে হুমায়ূন আহমেদের 'দারুচিনি দ্বীপ'র মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে জাকিয়া বারী মম'র। কিন্তু এরপর আর তাকে চলচ্চিত্রে দেখা যায়নি। তবে গত বছরের শেষ দিকে রাকিবুল আলম রাকিবের 'প্রেম করব তোমার সাথে' ছবিতে চুক্তিবদ্ধ হন তিনি। আর কয়েক মাসের মধ্যেই এ ছবির শুটিং শেষ করে ফেলেছেন তিনি। বর্তমানে ছবিটির সম্পাদনার কাজ চলছে। চলতি বছরেই এটি মুক্তি পাবে বলে জানিয়েছেন মম।
শারমীন জোহা শশী

শারমীন জোহা শশী, sharmin joha shoshi
দর্শকপ্রিয় অভিনেত্রী শারমীন জোহা শশী ক্যারিয়ারের শুরুতেই 'হাজার বছর ধরে' ছবির মাধ্যমে রুপালি পর্দায় পা রাখেন। এরপর ভেবেছিলেন চলচ্চিত্রে নিয়মিত হবেন। কিন্তু ভাগ্য অসহায়। তারপরও বছর কয়েক আগে শফিকুল ইসলাম ভৈরবীর 'সুয়াচান পাখি' ছবিতে অভিনয়ের সুযোগ পান। তবে দীর্ঘদিন ধরে এ ছবির কাজ ঝুলে আছে। তবে শশী আশাবাদী, শিগগিরই আবার এ ছবির শুটিং শুরু হবে। তাছাড়া তার হাতে আরো কয়েকটি ছবির প্রস্তাব রয়েছে। ব্যাটে-বলে মিলে গেলে সেগুলোয় চুক্তিবদ্ধ হবেন তিনি।
 
Top