বাংলা সিনেমা জগতে খল-নায়কদের মধ্যে যে কজন জনপ্রিয়তা পেয়েছেন তাদের মধ্যে মিশা সওদাগর অন্যতম। দীর্ঘদিন যাবত খল-নায়ক হিসাবে নির্মাতাদের কাছে মিশার চাহিদা রয়েছে। সেই চাহিদা এখনো অব্যাহত আছে। বলা যেতে পারে এখন মিশার কোন প্রতিদ্বন্দ্বী নেই। একাই রাজত্ব করছেন।
তবে এতো গেল চলচ্চিত্র জগতের মিশা সওদাগরের কথা। কিন্তু ব্যক্তিজীবনে মিশা কেমন? নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে। এদের সাধারত আমরা রূপালী পর্দার মধ্য থেকেই দেখে অভ্যস্ত। পর্দায় যে উদ্ধত এই মিশা ঠিক তেমনটাই কি পর্দার বাইরেও? চলুন জেনে নেই।
রঙিন পর্দার এই মন্দ লোকটি বাস্তবে সত্যিই একজন ভাল মানুষ। নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন। অভিনয়ের পাশাপাশি তিনি শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তবে মিশা অভিনীত সিংহভাগ ছবিতে তাকে একই ধরণের চরিত্রে অভিনয় করতে দেখা যায়।
ব্যক্তি জীবনে শুধু পরহেজগারই নন। খুব সুন্দর গুছিয়েও কথা বলতে পারেন এই তারকা। বিভিন্ন টক শোতে এই তারকা অত্যন্ত সুন্দর গোছানো কথার জন্য এরই মধ্যে অলোচিত ব্যক্তিতে পরিনত হয়েছেন।
 
Top