পূর্ণিমা, purnima
গত ১৩ এপ্রিল রাত ১০টা ২০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি কন্যাসন্তানের মা হয়েছেন চিত্রনায়িকা পূর্ণিমা এটা নতুন খবর হলেও পূর্ণিমার ভক্তদের জন্য রয়ে আরেকটি চমকপ্রদ খবর । কিন্তু সেটা কী?
প্রথম সন্তান সবার কাছেই একটি নতুন অনুভূতি। আর এই প্রথম সন্তানকে ঘিরে বাবা মায়ের জল্পনা-কল্পনার শেষ থাকে না। আর এই অনুভূতি থেকে বাদ পড়েন না তারকারাও। প্রথম সন্তানটি সবার কাছে আসলেই একটু বিশেষ। তবে প্রথম সন্তানটি মেয়ে নাকি ছেলে হবে তা নিয়েও চলে বিস্তর আলোচনা। দুঃখজনক হলেও অনেকেই প্রথম সন্তানটি ছেলে আশা করেন।
সম্প্রতি কিছু অনলাইন পত্রিকার সুবাদে জানা যায় পূর্ণিমার মন ভাল নেই। পূর্ণিমার কাম্য ছিল পুত্র সন্তানের জননী হওয়া। কিন্তু তিনি কন্যা সন্তানের জননী হয়েছেন। মূলত এই কারণেই নাকি তার মন ভাল নেই।
তবে যাই থাকুক না কেন, প্রথম সন্তান তো প্রথমই হয়!
 
Top