আজাদ আবুল কালাম বলেন, “ব্যক্তিজীবনে আমি কবিই হতে চেয়েছিলাম। একটা সময়ে লিটলম্যাগে অনেক লিখেছি। এখনও সময় পেলে কাব্যচর্চা করি। ‘রুদ্ধদ্বার কাব্য’ নাটকে একজন জনপ্রিয় কবির চরিত্রে অভিনয় করেছি আমি। চরিত্রটির নাম ফেরদৌস শাহরিয়ার।”
নাটকের কাহিনি নিয়ে পরিচালক বলেন, “দেশের এক জনপ্রিয় কবি ফেরদৌস শাহরিয়ার। দেখলেই এক কোমল মুখের ছবি ভেসে ওঠে মনে। অথচ এই জনপ্রিয় কবি একের পর এক তরুণীকে খুন করছেন! জেফরি ডোমার, রিচার্ড সেচ কিংবা জিল দ্য রাইয়ের মতো সিরিয়াল কিলার এই কবি কোনো এক কাব্যের বাগদেবীর কাছে উৎসর্গ করেন তরুণীদের।”
নাটকটিতে আরও অভিনয় করেছেন সানজিদা প্রীতি, তানিয়া হুসেন, কাজী উজ্জ্বল, নুশরাত ইমরোজ তিশাসহ অনেকে।
নাটকটি শুক্রবার রাত নয়টায় এসএ টিভিতে প্রচারিত হবে।