রাজিবুল ইসলাম জানিয়েছেন, কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের
জনপ্রিয় সিরিয়াল ‘অয়োময়’-র আদলে নির্মিত হচ্ছে ‘পাতালপুরীর রাজকন্যা’।
অয়োময়ের মতো এ ধারাবাহিকের প্রধান
চরিত্রের নামও মির্জা সাহেব। এ চরিত্রে অভিনয় করছেন শাহেদ শরীফ খান আর
রাজকন্যা চরিত্রে
অভিনয় করবেন নবাগত তারিন রহমান।
এতে দেখা যাবে, পাতালপুরী গ্রামের অবিসংবাদিত নেতা মির্জা সাহেব। তার কথাকেই আইন বলে মানে গ্রামবাসী। এক সময় পাতালপুরী গ্রামে আসেন মির্জা সাহেবের বোন গুলশান আরা এবং তার একমাত্র মেয়ে রাজকন্যা। রাজকন্যা গ্রামে আসার পর বদলে যেতে থাকে গ্রামের আর্থসামাজিক অবস্থা। গ্রামবাসীরা তাকে ভীষণ পয়মন্ত বলে মনে করতে শুরু করে।
পরিচালক রাজীবুল জানান, ধারাবাহিকে পাতালপুরী গ্রামকে একটি দেশের প্রতীকরূপে উপস্থাপন করা হয়েছে।‘মির্জা’ চরিত্রের মাধ্যমে একজন আদর্শ নেতার কথা বলা হয়েছে। অন্যদিকে রাজকন্যা চরিত্রের মাধ্যমে জনগণের কাঙ্ক্ষিত এক নেত্রীর নানা গুণাবলি ফুটিয়ে তোলা হয়েছে।
এ ধারাবাহিকে দেশের সামাজিক, রাজনৈতিক নানা অসঙ্গতির চালচিত্র ফুটিয়ে তোলা হয়েছে।
ধারাবাহিকটি শুক্রবার থেকে সোমবার প্রতিদিন রাত ১১.৩০ মিনিটে চ্যানেল আইতে প্রচারিত হবে।
এতে দেখা যাবে, পাতালপুরী গ্রামের অবিসংবাদিত নেতা মির্জা সাহেব। তার কথাকেই আইন বলে মানে গ্রামবাসী। এক সময় পাতালপুরী গ্রামে আসেন মির্জা সাহেবের বোন গুলশান আরা এবং তার একমাত্র মেয়ে রাজকন্যা। রাজকন্যা গ্রামে আসার পর বদলে যেতে থাকে গ্রামের আর্থসামাজিক অবস্থা। গ্রামবাসীরা তাকে ভীষণ পয়মন্ত বলে মনে করতে শুরু করে।
পরিচালক রাজীবুল জানান, ধারাবাহিকে পাতালপুরী গ্রামকে একটি দেশের প্রতীকরূপে উপস্থাপন করা হয়েছে।‘মির্জা’ চরিত্রের মাধ্যমে একজন আদর্শ নেতার কথা বলা হয়েছে। অন্যদিকে রাজকন্যা চরিত্রের মাধ্যমে জনগণের কাঙ্ক্ষিত এক নেত্রীর নানা গুণাবলি ফুটিয়ে তোলা হয়েছে।
এ ধারাবাহিকে দেশের সামাজিক, রাজনৈতিক নানা অসঙ্গতির চালচিত্র ফুটিয়ে তোলা হয়েছে।
ধারাবাহিকটি শুক্রবার থেকে সোমবার প্রতিদিন রাত ১১.৩০ মিনিটে চ্যানেল আইতে প্রচারিত হবে।